Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Entertainment Image

আসছে দীপ্ত টিভিতে সুলতান সুলেমান



প্রায় সাতশ বছর ধরে তুরস্কের অটোম্যান সাম্রাজ্যের রাজত্ব ছিল পৃথিবী জুড়ে। এই সাম্রাজ্যের স্বর্ণযুগ ছিল সুলতান সুলেমানের নেতৃত্বে ষোড়শ থেকে সপ্তাদশ শতাব্দী। ক্ষমতার টানাপোড়েনে অটোম্যান সাম্রাজ্যের ষড়যন্ত্রে, গুপ্তহত্যা, ভাই হত্যা, সন্তান হত্যা এবং দাসপ্রথার অন্তলালে কাহিনী নিয়ে র্নিমিত হয়েছে মেগা-সিরিয়াল ‘সুলতান সুলেমান’।

এখানে জীবন্ত হয়ে উঠেছে সুলতানকে প্রেমের জালে আবদ্ধ করে, এক সাধারণ দাসীর সাম্রাজ্ঞী হয়ে উঠার কাহিনী। যার প্রতিদ্বন্দী ছিল সুলেমানের প্রথম প্রেম মাহিদেভ্রাণ সুলতান, সুলেমানের মা আয়েশা হাফসা সুলতানা, সুলতানের বাল্যবন্ধু এবং পরবর্তীতে সম্রাজ্যের প্রধান উজির ইব্রাহিম পাশা।

দীপ্ত টিভি নিয়ে আসছে সুলতান সুলেমানের জীবন অবলম্বনে তুরস্কের জনপ্রিয় মেগা সিরিয়াল ‘সুলতান সুলেমান’।