কলম্বিয়ান পপ তারকা শাকিরা। তার কণ্ঠের জাদুর কথা পুরো বিশ্বের জানা। আবারও নতুন করে তার কণ্ঠের জাদু শোনার জন্য প্রস্তুত হতে হবে শাকিরা ভক্তদের। তবে এবার কোনো গান নয়, হলিউডের অ্যানিমেশন চলচ্চিত্রে শোনা যাবে তার কণ্ঠ।
অ্যানিমেটেড চলচ্চিত্র জুটোপিয়া-তে কণ্ঠ দেবেন কলম্বিয়ান এই তারকা। চলচ্চিত্রটি নির্মাণ করবেন ওয়াল্ট ডিজনি অ্যানিমেশন স্টুডিও। গত শুক্রবার ভিডিওর মধ্য দিয়ে শাকিরা নিজেই খবরটি তার ভক্তদের জানান। ৩৮ বছর বয়সী এই তারকা কণ্ঠ দেবেন প্রাণীদের শহরের পপ তারকা গ্যাজেল চরিত্রে। শহরটিতে প্রাণিকূল মানুষের মতোই কথা বলে ও জীবনযাপন করে।
ছবিতে শুধু কণ্ঠই দেবেন না তিনি, এতে ট্রাই এভরিথিং শিরোনামের একটি গানও গাইবেন শাকিরা। আর গানটির অংশ বিশেষ তিনি তার ভিডিও বার্তার সাথে যোগ করে দেন। যা এরই মধ্যে বেশ সাড়া ফেলেছে। চলচ্চিত্রে আরও কণ্ঠ দেবেন হলিউড অভিনেতা জেসন বেইটম্যান আর অভিনেত্রী জিনিফার গুডউইন।