চায়নায় বলিউড অভিনেতা আমির খান অভিনীত ‘পিকে’ সিনেমাটির প্রদর্শনী হয়ে গেল এই সপ্তাহে। সিনেমাটি চায়নিজ ভাষায় ডাবিং শেষে আগামী সপ্তাহে মুক্তি দেয়া হচ্ছে। প্রদর্শনীর দিন ইভেন্টটিতে যোগ দিয়েছিলেন বলিউড সুপারস্টার আমির খান, নির্মাতা রাজকুমার হিরানি ও প্রযোজক বিধু বিনোদ চোপড়া ও প্রখ্যাত অভিনেতা জ্যাকি চ্যান।
সিনেমাটির প্রদর্শনী হয় বেইজিংয়ের সাংঘাই আর্ট সেন্টারে। সেখানেই আমির খান, রাজকুমার হিরানি ও বিধু বিনোদ চোপড়া তাদের ভক্তদের সঙ্গে কথা বলেন। সিনেমাটি আগামী সপ্তাহে চায়নার ৪৬০০ টি সিনেমা হলে মুক্তি দেয়া হবে। ধারণা করা হচ্ছে আমিরের আগের সিনেমা ‘থ্রি ইডিয়েটস’ এর রেকর্ডও ভেঙে ফেলবে ‘পিকে’।
জানা যায়, প্রদর্শনীর দিন আমির খান ও জ্যাকি চ্যান পরস্পরকে শুভকামনা জানান।