Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Entertainment Image

প্লাস্টিক সার্জারির কল্যানে তারকাদের সুন্দর হাসি



হলিউড তারকা বলে কথা- পায়ের নখ থেকে চুল পর্যন্ত ধরা পরে ক্যামেরার লেন্সে। রূপ, আকর্ষন, আবেদনের পাশাপাশি হাসিটাও হতে হয় ভূবন ভোলানো। কিন্তু প্রকৃতি প্রদত্ত হাসি যদি মনোপূত না হয়! দুশ্চিন্তার অবকাশ নেই- প্রযুক্তির এ যুগে তারা বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে করে নেন প্লাস্টিক সার্জারি।

তাদের হাসিতে কাঁপে ভক্তের হৃদয়- তবে ব্রিটনি স্পেয়ার্স, লিন্ডসে লোহান, মাইলি সাইরাস, ক্রিস্টেন ডান্সট, সিলেন ডিওন, শ্যারেল কোল, ক্যাথরিন জেটা জোন্স, ভিক্টোরিয়া বেকহামের হাসিটা কিন্তু প্লাস্টিক। অর্থাৎ সার্জারির সাহায্যেই পাল্টে ফেলেছেন মুখের গড়ন, বদলে গেছে হাসি।

শুধু নারীরা নয়- হলিউডের মাচো নায়কদের মধ্যেও অনেকে হাসির সৌন্দর্য্য রক্ষায় খরচ করেছেন বিপুল অর্থ। যেমন- মাইক টাইসন, নিকোলাস কেজ, টম ক্রুজ, জিম ক্যারি, বেন অ্যাফ্লেক, জর্জ ক্লুনি।