শোবিজ তারকাদের সৌন্দর্য-রহস্য উন্মোচনের অভিযানে নেমেছেন অভিনেত্রী অপর্ণা। ২৪ জুন, বুধবার থেকে মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে তার উপস্থাপনায় সৌন্দর্যচর্চা বিষয়ক অনুষ্ঠান ‘স্যান্ডালিনা রূপ কথা’। এতে আমন্ত্রিত তারকাদের কাছ থেকে তাদের সুন্দর থাকার রহস্য ও রূপের পরিচর্যার কথা দর্শকদের জানাবেন তিনি।
নিজে সুন্দর থাকার জন্য এবং অন্যকে সুন্দর রাখার জন্য একজন মানুষের কি ধরণের পরিচর্যা করা প্রয়োজন তা উঠে আসবে এ অনুষ্ঠানে। তারকাদের সুন্দর থাকার গল্প ছাড়াও এতে থাকছে ত্বকের পরিচর্যার জন্য বিউটি প্যাক, যা তৈরি করে দেখাবেন রূপ বিশেষজ্ঞ রাহিমা সুলতানা রীতা।
আর শরীরের ফিটনেস ঠিক রাখার জন্য থাকছে যমুনা ফিউচার পার্কের সুইটার ফিটনেস-এর প্রশিক্ষক দয়িতার পরিচালনায় এক্সারসাইজ। প্রতি বুধবার রাত ৯ টা ২০ মিনিটে প্রচারিত হবে এ অনুষ্ঠান। প্রথম পর্বে অতিথি হিসেবে থাকবেন জনপ্রিয় অভিনেত্রী অরুণা বিশ্বাস। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ফয়েজ রেজা।