Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Entertainment Image

বলিউডে ছেলেদের সঙ্গে বন্ধুত্ব মানেই শারীরিক সম্পর্ক



‘কুইন’ বা ‘তনু ওয়েডস মনু রিটার্নস’- প্রায় একাই দায়িত্ব নিয়ে ছবি সফল করেছেন কঙ্গনা রানাওয়াত। তবে ক্যারিয়ারে যত সাফল্য আসছে, তত একটা কথাই মনে হচ্ছে তার- ইন্ডাস্ট্রিতে কেউ বন্ধু হয় না। আর যারা সামনে বন্ধুত্ব দেখান, উদ্দেশ্য তাদের স্বার্থের সম্পর্ক। কি এমন হল নায়িকার? বন্ধুদের কাছ থেকে মনে আঘাত পেলেন নাকি?

সম্প্রতি একটি টিভি শোতে কঙ্গনা জানিয়েছেন, বলিউডে ওপরে ওঠার জন্য নকল বন্ধুত্ব দেখান অনেকেই। তার মধ্যে শারীরিক সম্পর্কও থাকে। ইন্ডাস্ট্রিতে জায়গা পেতে গেলে এমন শারীরিক সম্পর্কের পথ বেছে নেন অনেকেই।

কঙ্গনার এই বিস্ফোরক মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছে বি-টাউনে। বলিউডের একাংশ বলছেন, কঙ্গনা বাস্তব সত্যিটাকেই তুলে ধরেছেন। আবার নিন্দুকদের দাবি, শিরোনামে থাকার জন্যই এ সব বলেছেন নায়িকা। প্রশ্ন উঠছে, নিজের অভিনয় দক্ষতার প্রমাণ ইতিমধ্যেই দিয়েছেন নায়িকা। তাই নতুন কাজ পাওয়ার জন্য তার এমন সাহসী মন্তব্যের কি প্রয়োজন?