Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Entertainment Image

নেপালের সাহায্যার্থে বলিউড



প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলায় পৃথিবীর অন্যান্য দেশ যেমন এগিয়ে এসেছে নেপালের পাশে দাঁড়াতে। তেমনি নেপালের ভূমিকম্পে এবার পথে নামল বলিউড। বলিউড তারকা অমিতাভ বচ্চন, অনিল কাপুর, করণ জোহর, আলিয়া ভাট সহ আরও অনেকেই তাঁদের ফ্যান ফলোয়ার বন্ধুদের কাছে আবেদন জানিয়েছেন আর্থিক সাহায্যের জন্য।

‘জয়েন্ট হ্যান্ড ফর নেপাল’ শিরোনামে অনলাইনে ত্রাণ গ্রহণের ব্যবস্থা করেছেন। আপাতত এক লাখ টাকা তোলার টার্গেট নিয়েছেন আয়োজকরা। পাঁচ হাজার টাকা দামের কুড়িটি সারভাইভ্যাল কিট কিনে নেপালে পাঠাতে চান তাঁরা। এই কিটে থাকবে তারপুলিন তাবু, ম্যাট এবং পরিচ্ছন্নতার জন্য বিবিধ সামগ্রী। ‘কেয়ার ইন্ডিয়া’ বলে যে স্বেচ্ছাসেবী সংস্থান নেপালে দুর্গতদের সাহায্যে কাজ করছেন তাঁদের সঙ্গেই সম্মিলিত প্রচেষ্টায় নেমেছেন বলিউড সেলিব্রেটিরা।