ছবিতে পুরস্কার হাতে সস্ত্রীক বেনেডিক্ট
ব্রিটিশ অভিনেতা বেনেডিক্ট কামবারব্যাচকে ‘কমান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য ব্রিটিশ এমপায়ার’ বা ‘সিবিই’ সম্মানে ভূষিত করল বাকিংহাম প্যালেস। তাদের নয়া শার্লক হোমস সিরিজে গোয়েন্দার চরিত্রে ৩৯ বছরের এই অভিনেতার বরিষ্ঠ অভিনয় তাকে এনে দিল এই সম্মান।
সম্মান পাবেন শুনে অভিভূত পর্দার শার্লক বলছেন, ‘এটা ফ্যানটাস্টিক। আমার নার্ভের উপর চাপ পড়ছে প্রতিক্রিয়া দিতে। আমি এর জন্য মোটেও তৈরি ছিলাম না। এটা একটা অবিশ্বাস্য ঘটনা। আমি সম্মানিত বোধ করছি’।
রানি দ্বিতীয় এলিজাবেথ নিজে ফোন করে বেনেডিক্ট কামবারব্যাচকে এই সম্মান পাওয়ার খবর জানানোয় আবেগ চেপে রাখতে পারেননি এই ব্রিটিশ অভিনেতা। যিনি গত জুন মাসে এই পুরস্কার পাওয়ার কথা জানতে পারেন। এটাই ছিল তার জন্মদিনের সেরা উপহার।
পুরস্কার গ্রহণের সময় সঙ্গে ছিলেন তার স্ত্রী সোফিয়া হান্টার।