Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Entertainment Image

রিমেক হচ্ছে ‘আম্মাজান’



কাজী হায়াত পরিচালিত ব্লকবাস্টার ছবি ‘আম্মাজান’ রিমেক করার উদ্যোগ নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। জানা যায়, ছবিটি হিন্দিতে রিমেক করা হবে।

এ প্রসঙ্গে জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিম উল্লাহ খোকন বলেন, ‘আমরা ‘আম্মাজান’ ছবিটি রিমেক করার সিদ্ধান্ত নিয়েছি। ছবিটি যৌথ প্রযোজনায় নির্মিত হবে। কথাবার্তা চলছে। কোন ভাষায় হবে তা বলতে পারবো না। কারণ এখনো কোনোকিছুই ঠিক হয় নি।’

প্রয়াত নায়ক মান্না অভিনীত ‘আম্মাজান’ মুক্তি পায় ১৯৯৯ সালে। এতে আম্মাজান চরিত্রে অভিনয় করেন শবনম। মান্নার বিপরীতে নায়িকা ছিলেন মৌসুমী। এ ছাড়া আরও অভিনয় করেন আমিন খান ও ডিপজল।