সালমান খান অভিনীত ‘বাজরাঙ্গি ভাইজান’ ইতোমধ্যেই বলিউডের অনেক সিনেমার রেকর্ড ভেঙ্গে দিয়েছে। আর এর মধ্য দিয়ে হিন্দি সিনেমার অন্য সব রেকর্ড ভেঙ্গে দিয়ে সালমানের বহুল আলোচিত এই সিনেমাটি ১০০ কোটির ঘরে দ্রুতই প্রবেশ করল।
গতকালের হিসেব অনুযায়ী ভারত থেকেই ‘বাজরাঙ্গি ভাইজান’ সিনেমার আয় হয়েছে ১০২ কোটি রুপি। আর আন্তর্জাতিক অঙ্গনে এর আয় ৫১ কোটি রুপি। সিনেমা মুক্তির পাঁচ দিনের মাথায় এই সিনেমা ১৫০ কোটি রুপি ঘরে তুলবে বলে ধারণা করা হচ্ছে।
‘বাজরাঙ্গি ভাইজান’ সিনেমাটিই নাকি হতে চলেছে সালমানের সর্বোচ্চ লাভজনক সিনেমা। আয়ের দিক থেকে সালমানের অন্য সব সিনেমার রেকর্ডও ভেঙ্গে দিয়েছে ‘বাজরাঙ্গি ভাইজান’। ভারতে হারিয়ে যাওয়া পাকিস্তানের এক কথা না বলতে পারা শিশুকে নিজ দেশে ফিরিয়ে দিতে দেখা যায় সালমানকে। পাকিস্তানি এই শিশুর চরিত্রে অভিনয় করেছেন হারশালি মালহোত্রা।