Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Entertainment Image

আদেশ শ্রীবাস্তবের মৃত্যুতে বলিউড তারকাদের শোকবার্তা



দীর্ঘ দিন ধরে ক্যানসারে ভুগছিলেন সুরকার-গায়ক আদেশ শ্রীবাস্তব। অবশেষে হার মানলেন ক্যান্সারের কাছে।শুক্রবার গভীর রাতে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন তিনি, জন্মদিনেই চলে গেলেন না ফেরার দেশে। আদেশের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে। শোক প্রকাশ করেছেন অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খান, রীতেশ দেশমুখ, অর্জুন কাপুর, কৈলাশ খেররা। হাসপাতালে থাকাকালীন নিয়ম করে তার শারীরিক অবস্থার খোঁজ নিতেন অমিতাভ। তাকে দেখতে এসেছিলেন অমিতাভ, শাহরুখ, ঐশ্বরিয়া, শান, টিনা আম্বানিরা।

মাধুরী দীক্ষিত
খুব প্রতিভাবান সুরকার এবং একজন ভাল মানুষকে হারালাম আমরা। তাকে মিস করব। তার পরিবারের প্রতি সমবাদনা রইল।

প্রীতম
সঙ্গীতশিল্পী ও সঙ্গীত পরিচালক প্রীতম আদেশের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। ‘খবরটা শুনে খুব খারাপ লাগছে। আমরা দু’জনে অনেক মিউজিক্যাল মোমেন্ট শেয়ার করেছি’।

কৈলাশ খের
আমরা দু’দিন আগে যখন তার হাসপাতালে দেখতে গিয়েছিলাম তখন তার পরিবার চার সেপ্টেম্বর তার জন্মদিন পালনের আয়োজন করছিল। কিন্তু ঈশ্বর তাকে সে দিনই ডাক পাঠাল।

সুস্মিতা সেন
একজন সৈনিক যে সব সময় ঠিক সুরটায় হিট করত। আমাদের জীবন এত সুরে ভরিয়ে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।

সোনু নিগম
আমি খুবই শোকাহত। আদেশের আত্মার শান্তি কামনা করি।

বিপাশা বসু
আমরা একজন প্রতিভাবান মানুষকে হারালাম। কী এমন বয়স হয়েছিল!

কোয়েনা মিত্র
আদেশের চলে যাওয়ার খবর শুনে খুব খারাপ লাগছে। কত তাড়াতাড়ি চলে গেল সে। আমার ভালবাসা, প্রার্থনা রইল তার জন্য।

বাবা সেগাল
নব্বইয়ের দশকে আদেশের সঙ্গে ডান্ডিয়া পারফরম্যান্স এখনও মনে পড়ে আমার। দারুণ মিউজিশিয়ান, খুব ভাল ড্রাম বাজাত। তার আত্মার শান্তি কামনা করি।