Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Entertainment Image

৬৯ তম টনি অ্যাওয়ার্ড



৭ জুন রোববার সন্ধ্যা থেকেই রেডিও সিটির মিউজিক হলে জড়ো হতে থাকে তারকারা। তাদের উপস্থিতে আলোকিত হয়ে যায় টনি অ্যাওয়ার্ডের ৬৯তম আসরটি। নাচ গানের চমৎ পরিবেশনায় ধীরে ধীরে জমতে থাকে অনুষ্ঠানটি। অ্যালান কামিং আর ক্রিস্টিন চেনোয়েথের রসিক উপস্থাপনায় একসময় সত্যি সত্যি ব্যাপক জমে উঠে পুরো অনুষ্ঠানটি। কিন্তু তারপরেও সবার চোখ ছিলো পুরস্কারের দিকে।

রোববার জমকালো এক অনুষ্ঠানে তারকাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সংগীতনির্ভর হাসির নাটক ‘কিং এন্ড আই’ এর জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেছেন অভিনেত্রী কেলি ও’হারা। অ্যালেক্স শার্প ‘দ্য কিউরিয়াস ইনসিডেন্ট অব দ্য ডগ ইন দ্য নাইট টাইম’-এর জন্য জিতে নেন সেরা অভিনেতার পুরস্কার।

টনি অ্যাওয়ার্ডের ৬৯তম আসরে নিজের সুর দিয়ে মাতিয়ে রাখেন জশ গ্রোবান।দুর্দান্ত ছিলো ম্যাথো মরিসন এবং কেলসি গ্রামারের ‘ফাইন্ডিং নেভারলেন্ড’-এর পরিবেশনাও।

এবারের টনি অ্যাওয়ার্ড অনুষ্ঠানটির হোস্ট ছিলেন কিয়েফার সাউদারল্যান্ড এবং রিতা উইলসন। ১৯৪৭ সাল থেকে হয়ে আসা ‘টনি অ্যাওয়ার্ড’ মঞ্চে নৈপুণ্যের জন্য অভিনেতাদের সম্মানিত করে থাকে।

ছবি অ্যালবামে দেখুন টনি অ্যাওয়ার্ড-২০১৫ এর জমকালো অনুষ্ঠানে তারাদারে মিলন মেলা।