বাঙালি জাতি সত্ত্বার এক মহান প্রতিভূ সত্যজিৎ রায়। শুধু বাংলা ভাষাভাষি অঞ্চলের নয়, উপমহাদেশের এক অসাধারণ ব্যক্তিত্ব তিনি। সাহিত্যিক, নির্মাতা, শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এরকম বহু পরিচয়ে তাকে অভিহিত করা যায়। তবে নির্মাতা হিসেবেই তিনি বিশ্বে প্রতিষ্ঠিত। এই মহান নির্মাতার মৃত্যু ও জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকায় আয়োজন করা হয়েছে চলচ্চিত্র উৎসবের।
জানাগেছে, ‘সত্যজিৎ রায় ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৫’ শিরোনামে ২৬ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত চলবে এই উৎসব। অনুষ্ঠানটি ধানমন্ডির ইএমকে সেন্টারেই অনুষ্ঠিত হবে।
‘সত্যজিৎ রায় ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৫’ উৎসবটি যৌথভাবে আয়োজন করেছে এডওয়ার্ড এম কেনেডি (ইএমকে) সেন্টার এবং ইন্টারন্যাশনাল অ্যাকাডেমি অফ ফিল্ম অ্যান্ড মিডিয়া। উৎসবটি শুরু হবে প্রতিদিন বিকেল ছয়টায়।