Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Entertainment Image

এলভিসের জুতা সাড়ে ২৯ হাজার পাউন্ডে বিক্রি



রেকর্ড দামে নিলাম হল গায়ক এলভিসের এক জোড়া ডিজাইনার জুতো। ১৯৬৮ সালে একটি টেলিভিশন শো-তে সাদা রঙের ‘ভেরদে’ জুতো পরেছিলেন ‘এলভিস’। শনিবার এক ব্রিটিশ সংগ্রাহক তা কিনলেন সাড়ে ২৯ হাজার পাউন্ড দাম দিয়ে।

অনেকে বলছেন, কিং অব রক-এর সেরা টেলিভিশন শো’ গুলোর মধ্যে অন্যতম ছিল এলভিসের টিভি শো। অনুষ্ঠানের স্মৃতিচারণায় অনেকের কথায় উঠে এসেছে সে দিনের ছবি। মঞ্চ জুড়ে তখন শুধু ‘এলভিস ব্যারিটোন’। কিং অব রক-এর গলায় ‘দেয়ার মাস্ট বি লাইটস বার্নিং ব্রাইটার সামহোয়ার/গট টু বি বার্ডস ফ্লাইং হাইয়ার ইন আ স্কাই মোর ব্লু/ ইফ আই ক্যান ড্রিম অব আ বেটার ল্যান্ড…’ এলভিসের সেই কিংবদন্তি টেলিভিশন শো-র স্মারকই এ বার নিলামে বিকোল।



মার্টিন লুথার কিঙ্গ জুনিয়রের হত্যার প্রায় দু’মাস পরে করা ওই শো এলভিস প্রথমে শুরু করে ছিলেন সাদা লেদার কোট পরে। শো-য়ের মাঝেই তা বদলে যেতে যাকে কালো কোটে। গান গাইতে গাইতে এক সময় মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়েন এলভিস। ’৬৮-এ এনবিসি-তে সম্প্রচারিত সেই শো ছিল এলভিসের কামব্যাক স্পেশাল।