Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Entertainment Image

‘দ্য বিউটি অব ড্রয়িং’ চিত্র প্রদর্শনী



রাজধানীর এথেনা গ্যালারি অব ফাইন আর্টসে চলছে ‘দ্য বিউটি অব ড্রয়িং’ শিরোনামের একটি যৌথ চিত্রপ্রদর্শনী। চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।

জানা গেছে, রাজধানীর প্রগতি স্মরণীতে অবস্থিত এ জে হাইটসের তৃতীয় তলায় ‘এথেনা গ্যালারি অব ফাইন আর্টসে’ চলছে এই চিত্রপ্রদর্শনীটি। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকল দর্শকদের জন্য উম্মুক্ত।

এই যৌথ প্রদর্শনীতে অংশ নেওয়া শিল্পীরা হলেন জামাল আহমেদ, আহমেদ শামসুদ্দোহা, শেখ আফজাল হোসেন, খালিদ মাহমুদ মিঠু, কনক চাঁপা চাকমা, মোহাম্মদ ইকবাল, অনুকূল চন্দ্র মজুমদার, কামাল উদ্দিন, উজ্জ্বল ঘোষ, সুমন ওয়াহেদ, আনিসু জ্জামান মামুন, পারভেজ হাসান রিগান, আব্দুস সাত্তার তৌফিক, শহীদ কাজী, সুলতান ইশতিয়াক।