*নিম ফেসয়াল- দাগ, অল্প মেছতা, এলার্জি ইত্যাদি সমস্যার জন্য এই প্যাকটি বাসায় এনে প্রতিদিন ব্যবহার করা যেতে পারে, যার কোন প্বার্শ প্রতিক্রিয়া নেই। বরং এসব সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
পরিমাণ মত পরিমাণ পানি বা গোলাপজল সামান্য পরিমাণ প্যাক গুলিয়ে চোখ বাদ দিয়ে মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট পর ধুয়ে ফেলতে হবে। এভাবে একটি প্যাকই ব্যবহার করা যায় অনেক দিন।
*এন্টি পিমপল- মুখে অতিরিক্ত পরিমাণে ব্রণ থাকলে এই প্যাকটি এনে একদিন পর পর ব্যবহার করা যেতে পারে। শারীরিক কোন অসুস্থতা না থাকলে অবশ্যই ব্রণ থেকে মুক্তি পাওয়া যায়।
পরিমাণ মত পরিমাণ পানি বা গোলাপজল সামান্য পরিমাণ প্যাক গুলিয়ে চোখ বাদ দিয়ে মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট পর ধুয়ে ফেলতে হবে।
*পার্ল- সপ্তাহে একদিন ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর জন্য ব্যবহার করা যায়। পরিমাণ মত পরিমাণ পানি বা গোলাপজল সামান্য পরিমাণ প্যাক গুলিয়ে মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট পর ধুয়ে ফেলতে হবে।
...আর অবশ্যই বাহির থেকে ফিরে এবং রাতে ঘুমানোর আগে মুখ ধুয়ে ভালোভাবে পরিষ্কার করতে হবে।