Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Beauty Image

‪ রোদে পোড়া ত্বকের যত্নে টিপস



*একটি পরিষ্কার বোলে ১ টেবিল চামচ বেসন, ১ টেবিল চামচ গুঁড়ো দুধ, আধা টেবিল চামচ মধু ও আধা টেবিল চামচ লেবুর রস একসাথে খুব ভালো করে মিশিয়ে ঘন মিশ্রন তৈরি করে নিন।

*এবার মুখ ভালোভাবে ধুয়ে এই মিশ্রণটি ব্রাশের মাধ্যমে বা আঙুলের সাহায্যে পুরো ত্বকে লাগিয়ে নিন।

*এবার একটি পাত্রে ২ টেবিল চামচ লিক্যুয়েড নিয়ে ৫ মিনিট পরপর মাস্কটি কিছুটা শুকিয়ে আসবে তখন তরল দুধ আঙুল দিয়ে মুখের মাস্কের উপর লাগিয়ে নিন যাতে ত্বকে মাস্কটি শুকিয়ে না যায়। এভাবে ২০ মিনিট রাখুন।

*২০ মিনিট পর একটু লিক্যুইড দুধে আঙুল ভিজিয়ে আলতো করে পুরো ত্বক ম্যাসেজ করে নিন ৫ মিনিট।

*এরপর পরিষ্কার পানি দিয়ে খুব ভালো করে ত্বক ধুয়ে ফেলুন।

...প্রথমবার ব্যবহারেই বেশ ভালো ফলাফল পাবেন। গ্রীষ্মকালে সপ্তাহে ১ বার এই মাস্কটি ব্যবহার করলে ত্বকের এই রোদে পোড়া ভাব থেকে মুক্তি পাবেন।