Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Beauty Image

ত্বকের যত্নে দই




*ত্বকের টান টান দূর করতে হলে এই প্যাকটি অনেক কাজ করে-

দই, লেমন জুস, ময়দা, বেসন সবগুলো মিক্সড করে ত্বকে লাগান। ১৫ মিনিট পর মুখ পরিস্কার করে ঘুয়ে ফেলুন।

*এই প্যাক ব্যাবহার করার ফলে ত্বকের উজ্জলতা ফিরে আসবে-
মুসর ডাল, দই, অরেঞ্জ টুকরো করে প্রথমে ব্ল্যান্ড করুন। এরপর এর সাথে মধু মিক্সড করে মুখে লাগান। ১৫ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন।

*যাদের মুখ তৈলাক্ত তাদের ব্রণের সমস্যা বেশি দেখা দেয়। আর ব্রণ মুখের লাবন্নতাকে নষ্ট করে দেয়। ব্রণ থেকে প্রতিকার পেতে হলে এই প্যাকটি ব্যাবহার করুন-
দই এর সাথে হলুদ, সামান্য চিনি এবং চন্দন মিক্সড করে ব্রণের জায়গা গুলোতে দিন। অল্প কতক্ষণ মাসাজ করে ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই প্যাকটি সপ্তাহে এক বার ব্যাবহার করলে আপনার মুখের ব্রণ খুব তাড়াতাড়ি চলে যাবে।

...একটু সময় আর ধৈর্য নিয়ে ইচ্ছে করলেই এই প্যাকগুলো আমরা ঘরে বসেই তৈরি করে ব্যবহার করতে পারি।