*শসা চাক করে চোখের পাতায় ২০-২৫ মিনিট রাখুন।
*গোল আলুর রসও ব্যবহার করতে পারেন, আলু কুচিকুচি করে নিয়ে চোখের পাতায় ২০-২৫ মিনিট রাখুন।
*বাজারে বিভিন্ন আইকেয়ার জেল পাওয়া যায়, ভাল ব্র্যান্ডের ব্যবহার করুন।
*মাঝেমধ্যে ঘড়ির কাঁটার দিকে অথবা বিপরীতে খুব হালকাভাবে চোখ ম্যাসেজ করুন।
*চোখকে বিশ্রাম দিন।
*দৈনিক অন্তত ছয় ঘটনা ঘুমান এবং প্রচুর পরিমাণে ভিটামিন ‘এ’ সমৃদ্ধ শাকসবজি ও ফলমূল খান।