অনেকে নারীরাই মনে করে থাকেন যে ফর্সা ত্বকে মেক-আপ করার কী আছে? হালকা একটু সাজলেই ভাল লাগবে দেখতে। কিন্তু মাঝে মাঝে তো সাজতেই হয়। কোন বড় পার্টিতে গেলে একটু বেশি মেক-আপ নিতে হয়। তাই নিজেই নিজেকে সাজাতে জেনে রাখুন কিছু টিপস।
১। ফর্সা ত্বকে গোলাপি রঙের হালকা ফাউন্ডেশন ভাল লাগবে। হালকা ফাউন্ডেশন না থাকলে ভারী ফাউন্ডেশন সামান্য ব্রোনজার মিশিয়ে ব্যবহার করুণ। ব্রোনজিং পাউডার বা শিমার প্যানস্টিকও ভাল হবে।
২। সফট পাউডার চটজলদি গ্লো তৈরি করতে ভাল কাজ করে। ভাল কোম্পানির টাচ এন্ড গ্লো পাউডার বেছে নিতে পারেন।
৩। পার্টি লুকের জন্য হালকা গোলাপি শেডের ফাউন্ডেশনে সামান্য সিলভার শিমার মিশিয়ে নিতে পারেন।
৪। মাসকারায় খুব বেশি এক্সপেরিমেন্ট না করলেও হবে। ব্রাউন বা ব্ল্যাক মাসকারাই ভাল।
৫। আইশ্যাডোতে একটু অন্যরকম শেড ট্রাই করতে পারেন।
৬। হালকা লিপস্টিক আপনার লুক কমপ্লিট করবে। পিচ কালার ভাল অপশন, ফর্সা ত্বকে মানাবেও দারুন।