Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Beauty Image

মেকআপ করার আগে অবশ্যই যে দিক গুলো খেয়াল রাখবেন (১ম পর্ব )

মেকআপ কেউ করে শখে কেউ করে প্রয়োজনে। তারপরও মেকআপ বিষয়টি খারাপ লাগে না কারওই। বিশ্বজুড়ে মেকআপ বিষয়টা নিত্যপ্রয়োজনিয় বিষয় হয়ে দাড়িছে। মেকআপএর জন্য রয়েছে নানান ধরনের পার্লার. নানান ধরণের পণ্য। তবে ভারি বা ঞালকা যেই মেকআপই নেন না কেন মেকআপ নেয়ার আগে অবশ্যই কিছু দিক খেয়াল রাখবেন এবং মেনে চলবেন।
আসুন জেনে নেই কি কি দিক খেয়াল রাখতে হবে।


পরিস্কার ত্বক:
মেকআপ নেয়ার আগে অবশ্যই ভালো ত্বক পরিষ্কার করে নিবেন। তা না হলে ত্বকে জমে থাকা ময়লা মেকআপ ঠিকমতো বসতে দেবে না । মেকআপের ভালো ফিনিশিং পাবেন না এবং ইনফেকশন হয়ে ত্বকে র‌্যাশ বা ব্রণ উঠতে পারে।

ময়েশ্চারাইজার ব্যবহার করা:

মেকআপ করার আগে অবশ্যই ময়েশ্চারাইজার ব্যবহার করুন কেননা ত্ব খসখসে বা শুকনা থাকলে মেক বসার সম্ভবনা কম থাকে ফলে মেকআপ অমসৃণ হয় তারাতারি মেকআপ নস্ট হয়ে যায়। তাই মেকআপ করার আগে ময়েশ্চারাইজার লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন তারপর মুল মেকআপ করুন।