আমরা ১ম পর্বে মেকআপ করার আগে করনীয় ২ টি বিষয় নিয়ে কথা বলেছি । আজকে ২য় পর্বে আরও কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করবো। ফিচারটি অনেক বড় বিধায় ভিউয়ারদের সুবিধার জন্য কয়েকটি পর্বে ফিচারটি উপস্থ্পন করার চেষ্টা করছি।
ত্বকে হাত দিবেন না:
মেকআপ করার আগে কখনও হাত দিয়ে মুখ ডলবেন না বা মুখ মুছবেন না। মুছার প্রয়োজন হলে ফেসিয়াল টিস্যু ব্যবহার করুন। কেননা হতের ময়লা গিয়ে ত্বকে লাগতে পারে। এত করে মেকআপ করার পর ছোপ ছোপ দাগ দেখা যায়। মেক ভালভাবে মিশে না। ময়লার কারণে ব্রণও উঠতে পারে।
মেকআপ প্রাইমার ব্যবহার করা:
মেকআপ করার আগে অবশ্যই মেকআপ প্রাইমার ব্যবহার করবেন। মেকআপ প্রাইমার বলতে মেকআপ করার আগে আমরা যে বেজটা নেই এটা হলো তার তার বেজ। বাজারে প্রাইমার কিনতে পাওয়া যায়।প্রাইমার ফাউন্ডেশনকে বেশীক্ষণ ধরে রাখে। মেকআপ মসৃণ হয়।ন্যাচারাল মেকআপ এর জন্য ভালোমানের প্রাইমার ব্যবহার করুন।
পাউডার:
ত্বকে ফাউন্ডেশন ধরে রাখার ভালো ও সহজ উপায় হলো পাউডার ব্যবহার করা। ট্রান্সলুসেন্ট, কমপ্যাক্ট, টু ওয়ে কেক যেকোন লিকুইড মেকআপের স্থায়িত্বের জন্য পাউডার ব্যবহার করা প্রয়োজন। বিবি ক্রিম ফাউন্ডেশন বা কনসিলার লাগানোর পর পাউডার লাগাতে পারেন।