*একটি বাটিতে শশার রস ২ টেবিল চামচ, তরমুজের রস ২ টেবিল চামচ, গুঁড়ো দুধ ১ চা চামচ, দই ১ চা চামচ নিন।
*সবকিছু একসঙ্গে ভালোভাবে মিশান।
*এবার পুরো মুখে ভাল করে লাগান।
*১৫ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ভাল করে মুখ ধুয়ে নরম তোয়ালে দিয়ে আলতো করে মুছে নিন।
...তরমুজ ত্বক পরিষ্কার করে ও পোড়া ভাব তুলে টোনারের কাজও করে। ত্বকের কালচে ভাব কাটায় শশা। ত্বকরে নরম ও টানটান রাখে দই। ফর্সাভাব ধরে রেখে ত্বককে উজ্জ্বল করে গুঁড়ো দুধ।