*বেসন দেড় কাপ, আতপ চালের গুঁড়া ১/৪ কাপ, মিল্ক পাউডার ১/৪ কাপ, হলুদ গুঁড়া ১ চা চামচ, গ্লুকোজ পাউডার ১/৮ কাপ, লাল আটা বা ময়দা ১/২ কাপ, কাঠ বাদাম গুঁড়া ২ টেবিল চামচ, নিমপাতা গুঁড়া ১ টেবিল চামচ (যাদের ব্রণের সমস্যা আছে শুধু তারা ব্যবহার করবেন), পরিষ্কার এয়ার টাইট পাত্র।
*সব উপকরণ নিয়ে আলাদা আলাদা পাত্রে রাখুন। (সব উপাদান যেন মিহি ও পরিষ্কার হয় সেদিকে খেয়াল রাখবেন।)
*তারপর একটা বড় পাত্রে সব গুলো উপকরণ ভালো ভাবে মিশিয়ে নিন।
*তারপর এয়ার টাইট পাত্রে সংগ্রহ করুন। খেয়াল রাখবেন বাতাস ও পানির সংস্পর্শে যেন না আসে, শুকনো জায়াগার রেখে দিন।
*প্রতিদিন মুখ ধোয়ার সময় পানি/গোলাপ পানি (তৈলাক্ত ত্বক হলে) অথবা কাঁচা দুধ (শুষ্ক ত্বক হলে) দিয়ে গুলিয়ে ফেস ওয়াশের মত ম্যাসাজ করে ধুয়ে ফেলুন।
...এক মাসের মত ভালো থাকবে এ ফেসওয়াশ। আপনি চাইলে বেশি করে বানিয়ে রেফ্রিজারেটরেও রেখে দিতে পারেন। রেফ্রিজারেটরে ৬ মাসেরও বেশি সময় ভালো থাকবে।