স্ক্রাব তৈরীতে যা যা লাগবে:
ক্স ১ কাপ চিনি
ক্স আধা কাপ অ্যালোভেরা জেল
ক্স লেবুর রস ২ টেবিল চামচ
একটি কাচের জারে সব উপাদান একসাথে নিয়ে আলতো করে মেশান তবে খেয়াল রাখবেন যাতে চিনি যাতে সম্পূর্ণ গলে না যায়।
ব্যবহার করার নিয়ম:
স্ক্রাব তৈরীর করার পর ভালো পানিতে ত্বক পরিস্কার করে মুখে ও বডিতে লাগিয়ে নিন। এরপর আস্তে আস্তে করে মেসেজ করুনএবং ৫-৭ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ দিন করুন ।
উপকারিতা:
১.চিনি আপনার ত্বকের ডেডসেল দুর করে ত্বককে উজ্জ্বল করে।
২. অ্যালোভেরা জেল ত্বকের ভেতর ঢুকে ত্বক পরিষ্কার করে এবং ময়েশ্চারাইজ করে।
লেবুর রস ত্বকের দাগ দুর করে । ত্বকের টোন উজ্জ্বল করে। প্রাকৃতিকভাবে ত্বক ফর্সা করে।