অলসতার কারণে ব্যাগের ছাতা ব্যাগেই থেকে যায়, মাথার ওপর মেলে ধরা হয় না। পাওনা হিসেবে জুটে যায় ত্বকের পোড়া ভাব। এভাবে দিনের পর দিন ত্বক হারায় নিজের উজ্জ্বলতা। ব্রণের আবির্ভাবে ত্বকে দেখা দেয় কালো দাগ। এক সময় ত্বকের সৌন্দর্য সম্পূর্ণ হারিয়ে বসলে তখন চোখে পড়ে। তাই এসব সমস্যা থেকে বাঁচতে-
– বাইরে থেকে ফিরে শুধু একটি পাকা কলা চটকে নিয়ে মুখে, গলায় আর ঘাড়ে লাগিয়ে হালকা মাসাজ করতে থাকুন। ১০ থেকে ১৫ মিনিট পর ধুয়ে ফেললেই ত্বকের কালচে ভাব দূর হবে।
– ত্বকচর্চায় সপ্তাহে একদিন ভালোভাবে যত্ন নেয়া উচিৎ। দুটি মাঝারি আকারের পাকা কলা, চন্দনের গুঁড়া ও চালের গুঁড়া মিশিয়ে পুরো শরীরে লাগান। ২০ থেকে ২৫ মিনিট হালকাভাবে মাসাজ করুন। এরপর ধুয়ে ফেলুন। ত্বক হবে পরিষ্কার ও উজ্জ্বল।
– ত্বকের রুক্ষতা কাটাতে পাকা কলা, অলিভ অয়েল ও মধু একত্রে মিশিয়ে ত্বকে লাগান। শুকিয়ে এলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন।
– ত্বকের মলিনতা কাটাতে পাকা কলা, মধু ও লেবুর রস একত্রে মিশিয়ে ত্বকে লাগান। হালকা টানটান হলে ধুয়ে ফেলুন।
– ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে পাকা কলার সঙ্গে মিহিদানার চিনি মিশিয়ে ত্বকে লাগান এবং হালকাভাবে মাসাজ করুন ২০ মিনিট। এরপর ধুয়ে ফেলুন।