ঈদের সাজের পরিপূর্ণতা আসে মেহেদির মাধ্যমে। আর তাই ঈদের চাঁদ দেখা যাওয়ার সাথে সাথে সব বয়সী নারীরা ব্যস্ত হয়ে পড়েন পছন্দের নকশায় হাত রাঙাতে। আসুন দশটি অসাধারন মেহেদির ডিজাইন দেখে নেওয়া যাক।
১। ডিজাইন ১
কম সময়ে ডিজাইন করতে চাইলে এই ডিজাইন টি করে ফেলতে পারেন। সিম্পল ডিজাইন টি ভালো মানাবে ছোট হাতে।
২। ডিজাইন ২
কালো মেহেদি আর সাধারন মেহেদির এক দারুন সমন্বয় রয়েছে এই ডিজাইনে। হাতে ভরাট ডিজাইন ও থাকবে আবার ফাঁকা জায়গাও থাকবে। সব মিলিয়ে আলো আধারির খেলা জমে উঠবে আপানার হাতে।
৩। ডিজাইন ৩
কম ডিজাইনে মেহেদির কাজ শেষ করতে চাইলে বেছে নিতে পারেন এই ডিজাইন।
৪। ডিজাইন ৪
অসাধারন এই ভরাট ডিজাইন আপনার মেহেদির ডিজাইনে এনে দিবে অন্যরকম এক মাত্রা।
৫। ডিজাইন ৫
হাতের উপরিভাগের জন্য দারুন এক ডিজাইন হবে এ ডিজাইন টি। দেখতে জটিল মনে হলেও অতটা জটিল কিন্তু নয়। চেষ্টা করে দেখুন।
৬। ডিজাইন ৬
অনেকের শখ থাকে দুই হাত ভরে কবজি অবদি মেহেদি দেওয়ার। তাদের জন্য একটি আদর্শ ডিজাইন হবে এটি।
৭। ডিজাইন ৭
হাতের উপরিভাগের সিম্পল একটি ডিজাইন এটি। সময় কমে করে ফেলতে পারেন এই ডিজাইন।
৮। ডিজাইন ৮
খুব ভারী কাজের মেহেদি দিতে চাইলে এই ডিজাইন টি বেছে নিতে পারেন। আলাদা মাত্রা পেতে যোগ করুন ময়ূরের মত নকশা।
৯। ডিজাইন ৯
ভরাট ডিজাইনের মাঝে আরেকটি অসাধারন ডিজাইন হল এটি।
১০। ডিজাইন ১০
নানা রঙে হাত রাঙাতে চাইলে এই ডিজাইন করতে পারেন। কিছু স্টোন বসিয়ে দিলে আরো ভালো লাগবে। দারুন স্টাইলিশ এই ডিজাইনে ভালোই লাগবে আপনাকে।