Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

প্রহরী

১০ বছর আগে লিখেছেন

থ্রিজিঃ প্রত্যাশা আর প্রাপ্তির হিসেব।

                     

বাংলাদেশের ইন্টারনেট ব্যবহার কারীদের দীর্ঘ দিনের দাবী ছিল থ্রিজি আসবে। অবশেষে অনেক জল্পনা কল্পনার পর অপেক্ষার অবসান ঘটিয়ে থ্রিজি এসেছে। কিন্তু তাতে আক্কেল গুরুম হয় যাবার যোগাড়।

প্রথমত থ্রিজি নিয়ে আসে দেশীয় মোবাইল কোম্পানী টেলিটক। কিন্তু টেলিটকের মোবাইল গ্রাহক এবং নেটর্য়ার্ক স্বল্পতায় আলোর মুখ দেখছেনা টেলিটকে থ্রিজি। অন্যান্য অপারেটরদের থ্রিজি থাকায় কেউ কেউ শুধুমাত্র থ্রিজির জণ্য সেট এবং সিম বদলাতে আগ্রহী হননি। ফলে টেলিটকের থ্রিজি আদতে কাগজে কলমে সীমাবদ্দ হয়ে উঠেছে। এরপর সম্প্রতি আরো অন্যান্য মোবাইল কোম্পানীকে থ্রিজির অনুমোদন দেয়া হয়। ধারনা করা হয়েছিল তাতে ইন্টারনেট স্পীড যেমন বাড়বে তেমনিচার্জও কমে আসবে। এছাড়া বাংলাদেশ আওয়ামীলিগের তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ঘোষনা করেছিল পুনরায় ক্ষমতা আসলে ১ এম বি স্পিড দেয়া হবে মাত্র ২০০ টাকায়।কিন্তুবিধিবাম। বাস্তবতা হলো তার উল্টো। দামতো কমেই বরং আগের তুলনায় বেড়ে গেছে।

এছাড়া প্রতিটি কোম্পানীর মধ্যে ইন্টারনেট চার্জ রেট নিয়ে কোন সমন্বয় নেই। এই অবস্থায় দেখা যায় গ্রামীন ফো চার্জ অন্যদের তুলানায় বেশী। নিচে সকল কয়েকটা কোম্পানী ইন্টার নেট চার্জ দেয়া হলো। এখ প্রশ্ন কেন এবং কাদের স্বার্থে এমন চার্জ নির্ধারন করা হলো? কেউ কেউ মনে এর সাথে জনগনের স্বার্থের কোর সম্পর্ক নেই পুরুটাই রাজনৈতিক ভাবে নিয়ন্ত্রিত হয়।

গ্রামীণফোন৫১২ কেবিপিএস গতি৫০০ মেগাবাইট ৫০ টাকা, মেয়াদ ৫ দিন১ গিগাবাইট ৪০০ টাকা, মেয়াদ ১৫ দিন১ গিগাবাইট ৪৫০ টাকা, মেয়াদ ৩০ দিন২গিগাবাইট ৬৫০ টাকা, মেয়াদ ৩০ দিন ৪ গিগাবাইট ৯০০ টাকা৫ গিগাবাইট ৯৫০ টাকা৮০০ কেবিপিএস গতি১ গিগাবাইট ৫০০ টাকা, মেয়াদ ৩০ দিন৫ গিগাবাইট এক হাজার টাকা, মেয়াদ ৩০ দিন১ এমবিপিএস ১ গিগাবাইট ৬০০ টাকা, মেয়াদ ১৫ দিন২গিগাবাইট ৮৫০ টাকা, মেয়াদ ৩০ দিন৩ গিগাবাইট এক হাজার টাকা, মেয়াদ ৩০ দিন৪ গিগাবাইট এক হাজার ২০০ টাকা, মেয়াদ ৩০ দিন৫ গিগাবাইট এক হাজার ৩০০ টাকা, মেয়াদ ৩০ দিন৬ গিগাবাইট এক হাজার ৪০০ টাকা, মেয়াদ ৩০ দিন

রবি আজিয়েটা গতি ৫১২ কেবিপিএস ২০০ মেগাবাইট ১০০ টাকা, মেয়াদ ৭ দিন ৭৫ মেগাবাইট ৫০ টাকা, মেয়াদ ৩ দিন ৪০ মেগাবাইট ৩০ টাকা, মেয়াদ ১ দিন গতি ১ এমবিপিএস ৩.৫ গিগাবাইট ১২৫০ টাকা, মেয়াদ ৩০ দিন ১.৫ গিগাবাইট ৫৫০ টাকা, মেয়াদ ৩০ দিন ৭০০ মেগাবাইট ৩০০ টাকা, মেয়াদ ৩০ দিন ৫০০ মেগাবাইট ২০০ টাকা, মেয়াদ ১৫ দিন ৩০০ মেগাবাইট ১৫০ টাকা, মেয়াদ ১৫ দিন২৫০ মেগাবাইট ১৩০ টাকা, মেয়াদ ৭ দিন ১৫০ মেগাবাইট ৮০ টাকা, মেয়াদ ৭ দিন ১ ০০ মেগাবাইট৬০ টাকা, মেয়াদ ৩ দিন ৬০ মেগাবাইট ৪০ টাকা, মেয়াদ ১ দিন ৫০ মেগাবাইট ৪০ টাকা, মেয়াদ ১ ঘণ্টা ২০ মেগাবাইট ২০ টাকা, মেয়াদ ১ ঘণ্টাগতি ২ এমবিপিএস ২ গিগাবাইট ৮০০ টাকা, মেয়াদ ৩০ দিন ৬৫০ মেগাবাইট ২৫০ টাকা, মেয়াদ ১৫ দিন গতি ৪ এমবিপিএস ৫.৫ গিগাবাইট ১৯০০ টাকা, মেয়াদ ৩০ দিন ভিডিও কল প্রতি ১০ সেকেন্ড ০.৫৫ পয়সা, যুক্ত হবে ১৫ শতাংশ ভ্যাট। বাংলালিংক গতি ১ এমবিপিএস ৫০ মেগাবাইট ৫০ টাকা, মেয়াদ ১৫ দিন ১৫০ মেগাবাইট ১৫০ টাকা, মেয়াদ ১৫ দিন ১.২৪ গিগাবাইট ৫০০ টাকা, মেয়াদ ৩০ দিন ২.৪৮ গিগাবাইট ৮৫০ টাকা, মেয়াদ ৩০ দিন ৩.৭৮ গিগাবাইট এক হাজার টাকা, মেয়াদ ৩০ দিন ৪.৯৬ গিগাবাইট এক হাজার ১৫০ টাকা, মেয়াদ ৩০ দিন ৫.১২ গিগাবাইট এক হাজার ৩০০ টাকা, মেয়াদ ৩০ দিন ১০.২৪ গিগাবাইট ২০০০ টাকা, মেয়াদ ৩০ দিন

Likes Comments
০ Share

Comments (2)

  • - লুৎফুর রহমান পাশা

    আলমগীর ভাই প্রোফাইল পিক দেন। আর নামটা বাংলায় করে নেন

    - ইকবাল মাহমুদ ইকু

    ধন্যবাদ , ইনফো গুলো শেয়ার করার জন্য