Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

আর জে রিতম

১০ বছর আগে লিখেছেন

বাংলাদেশ এবং তথ্য-প্রযুক্তি

শুরুতেই আমার মুসলিম ভাই দের সালাম এবং হিন্দু ভাই দের নমস্কার , আমি যেহেতু আজ ১ম লিখছি, তাই সংক্ষিপ্ত আকারে আমার পরিচয় দেই । আমি রিতম , বাবা মায়ের দেওয়ার সম্পূর্ণ নাম, রিতম শাঁখারী । লেখা পড়া করছি, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং -এ । পাসাপাশি একটি অনলাইন রেডিও, রেডিও প্রযুক্তি-তে, রেডিও জকি- এর কাজ করি, তাই নামের আগে আরজে দিয়েছি ।
এবার মূল কথায় আসি, টাইটেল দেখেই বুজতে পেরেছেন নিশ্চয়ই, আমি আজ বাংলাদেশের তথ্য প্রযুক্তি নিয়ে কিছু কথা বলবো । তথ্য প্রযুক্তির দিক দিয়ে আমাদের বাংলাদেশ অনেক পিছিয়ে, আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ থেকেও তথ্য প্রযুক্তি তে অনেক পিছিয়ে । বাংলাদের এখনো অনেক জায়গা আছে, জারা তথ্য প্রযুক্তি (IT) এর অর্থ পর্যন্ত জানে না । আমাদের সকলের উচিত, বাংলাদেশ থেকে এই তথ্য প্রযুক্তির অজ্ঞতা কাটিয়ে উঠার বেবস্থা করা । 
সেই লক্ষে কাজ করে যাচ্ছে বাংলাদেশের এক তরুন দল, এবং একটি নতুন গণমাধ্যম । জার নাম "রেডিও প্রযুক্তি" এবং এদের স্লোগান হচ্ছে, "মিউজিক উইথ আইটি" ।
রেডিও প্রযুক্তি হচ্ছে একটি অনলাইন রেডিও, জেটি এই বাংলাদেশে ১ম তথ্য প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেছে । বাংলাদেশকে তথ্য প্রযুক্তি-তে এগিয়ে নিয়ে, বিশ্ববাসীর কাছে বাংলার নাম তুলে ধরার লক্ষেই কাজ করছে, রেডিও প্রযুক্তি। 
রেডিও প্রযুক্তি যেহেতু একটি অনলাইন রেডিও, সুতরাং এটি শুনতে হবে সবাইকে এই লিঙ্কে গিয়ে, "www.radioprojukti.com" অনলাইনের মাধ্যমে ।
রেডিও প্রযুক্তি-তে বেশকিছু প্রযুক্তি ভিত্তিক এবং শিক্ষামুলক অনুষ্ঠান চালু করা হয়েছে, যেমন -
০১/ প্রযুক্তির সাথে,
০২/ প্রযুক্তির সময়,
০৩/ মিসন অফ এডুকেসনাল ইন্সটিটিউট,
০৪/ পিসি স্যালাইন, 
এছারাও রেডিও প্রযুক্তি-তে আরও কিছু জনপ্রিও অনুষ্ঠান প্রচারিত হয়, যেমন -
০১/ আসমানি তরী, 
০২/ লাভ কল... continue reading
Likes Comments
০ Shares

Comments (4)

  • - মুহাম্মাদ আরিফুর রহমান

    খুব ভালো কথা বলেছেন। SEO করা হবে শীঘ্রই।
    লক্ষ করলে দেখবেন, নক্ষত্র এর কনটেন্ট প্রাইভাসি আছে। যে সব সাইট এ Private/public এই দুই ধরনের অপশন আছে, সেখানে SEO করা একটু সময় সাপেক্ষ।

    • - বাংলার সক্রেটিস

      সময় সাপেক্ষ হইলেও আগায়া যান।সাথে আছি।

    - ঘাস ফুল

    SEO করে নিলে আসলেই ভালো হবে। ভার্চুয়ালী নক্ষত্র দ্রুত ছড়িয়ে পড়বে। আশা করবো বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। 

    সক্রেটিস কে ধন্যবাদ বিষয়টা কর্তৃপক্ষের নজের আনার জন্য। 

    আরিফ ভাইকেও ধন্যবাদ সক্রেটিসের পোস্টের বক্তব্যকে আমলে নেয়ার জন্য। 

     

    - আলমগীর সরকার লিটন

    আমি খুবি ছোট একটা মানুষ মনে করি বাংলার সাথে ইংলিশ মিশালে

    বাংলার বোধগম্ভ নষ্ট হবে আর যে ভাবে আছে এটাই ভাল লাগছে

    বাংলার সক্রেটিস দা ভাল থাকুন----------

    • - বাংলার সক্রেটিস

      ভাই ,আসলে ব্লগটা পপুলার করতে  এস ই ও ছাড়া কোন বিকল্প কিন্তু নাই।

    Load more comments...

আর জে রিতম

১০ বছর আগে লিখেছেন

হেই ... কেমন আছো সবাই ... আমি সম্পূর্ণ নতুন ... আসা করি থাকবো সব সময় ...

Likes Comments