Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

মোঃ তানভীর-আল-মামুন

৯ বছর আগে লিখেছেন

মনে পড়ে কি

প্রিয়তি, মনে পড়ে কি
      সেই সন্ধ্যের কথা
এতটা কাছাকাছি কখনো হয়েছিলে কি কারো সাথে?
মনে পড়ে কি তোমার মুখে-ঘাড়ে
     আমার তপ্ত নিঃশ্বাস?
মনে পড়ে কি পরস্পরের কাছে আসার কথা
মনে পড়ে কি তোমার ললাটে আমার ঠোঁটের স্পর্শ
মনে পড়ে কি, চাঁদনী রাতে হাতে হাত রেখে পার করা
     সেই সময়টার কথা।
কত অর্থক-অনর্থক কথায়, হাসি আনন্দে পার করা সময়টার কথা।
মনে পড়ে কি সেই উষ্ণ সন্ধ্যায়
       হটাত তোমার ওষ্ঠে আমার ঠোঁটের চেপে বসা।
লজ্জা কিংবা ভয়ে আমার বুকে তোমার মুখ লুকানো?
মাথায় হাত বুলিয়ে শক্ত করে
       তোমায় আমার জড়িয়ে ধরা।
আর আমার বুকে তোমার চুম্বন এঁকে দেওয়া।
কত ঘোরাঘুরি, একে অপরকে নিয়ে কল্পনায় হারানো,
      পাশাপাশি বসে একান্ত আলাপে মগ্ন হওয়া।
মনে পড়ে কি একই সন্ধ্যায় ফেরার পথে ছায়াময় অন্ধকার রাস্তায়
      তোমার ওষ্ঠের আমার ঠোঁট জোড়াকে খুঁজে ফেরা
এবং ক্ষণিকের চুম্বন এঁকে দেওয়া আর পরস্পরের থেকে দূরে সরে যাওয়া।
   আর সেই দূরে সরে যাওয়ার আজ দূরত্বে রূপ নেওয়া।
মনে পড়ে কি প্রিয়তি?
continue reading
Likes Comments
০ Shares

মোঃ তানভীর-আল-মামুন

৯ বছর আগে লিখেছেন

বলা না বলা কথাগুলো

ভালবাসি তোমায় কথাটা বলা হয়নি। তবে মনে মনে ভালবেসেছি, ভালবেসে যাচ্ছি এবং ভালবেসে যাব। ওই ম্যাজিক তিনটা শব্দ/একটা বাক্য বলা হয়নি কিংবা বলব বলে ভাবিনি এখনো। আসলে আমি চায় তুমি ব্যাপারটা অনুভব কর; ভাবো এবং আমাকে ও আমার ভালবাসাটা বুঝতে সময় নাও। সব কথা কি আর মুখে বলা লাগে। কিছু বিষয় থাকে যা একান্ত ব্যক্তিগত; যার অনুভব অনুভূতি দিয়েই করতে হয়।
সেদিন রাতে তুমি কি বললে(?!), “যে যাকে ভালবাসেন তাঁকে বলে দিন না হলে অন্য কেউ এসে বললে সে তার হয়ে যেতে পারে।” তাই বুঝি? এতই সস্তা কেউ এসে বলবে আর তুমিও তাঁর হয়ে যাবে?(!!!) কেন আমি যে ভালবাসি তোমায় তুমি এটা বোঝোনা? তবে তো বলতে হয়,
“হে মহীয়সী নারী, আপনার উদাসীনতা সকল মাত্রা ছাড়িয়েছে,
আর কতদিন আমি শোনাব আপন হৃদয়ের কথা,আর আপনি বলবেন,“কি”?”
মাঝে মাঝে নিজেকে দোষারোপ করি। মনে হয় বলে ফেলি; যা হবার তা হবে, কিন্তু মনে হয় তুমি যদি কিছু মনে কর? যদি তুমি রাগ কর; তবে? যদি ছেড়ে চলে যাও তবে? পেয়েছি কতদিন,কত বসন্ত বাদে এখন পেয়ে যদি হারিয়ে ফেলি?তবে?
ভয় লাগে।ভালবাসি তাই হারানোর ভয়টা পোড়ায় তীব্র ভাবে। হৃদয়ের পক্ষে তোমার কাছ থেকে পাওয়া কষ্টের কোন উপশম পাওয়া যাবে না। প্রশ্ন জাগছে ?
আমার ডায়েরি তার উত্তর দিতে পারবে আশা করি, সেখান থেকেই নাহয় কিছুটা বর্ণনা দিয়েই ফেলি
“...তোমায় আমি ভালবাসি বলব না পাছে আমার পুরনো মানুষগুলো মর্তে/বাস্তবে এসে যেরূপ কষ্ট দিয়েছে তুমিও যদি দাও সহ্য করতে পারব না তা বলছি না; তবে সবচেয়ে বেশি কষ্ট পাব।
কেন বেশি কষ্ট পাব প্রশ্নের অবকাশ থেকেই যায়।কারণটা হয়তো এরূপ হতে পারে,“কল্পনার জগতে আমি... continue reading
Likes Comments
০ Shares