Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

মোদাচ্ছের হোসেন বাবুল

৯ বছর আগে লিখেছেন

তুমি কি আসবে!

তুমি কি আসবে!

কফিহাউজ‍ শিল্পকলায়

সৃষ্টির সন্ধানে হারিয়ে যাব

কথার রাজ্যে- কথায় কথায়

তুমি কি আসবে!

 

তুমি কি আসবে!

কাক ডাকা ভোরে কুয়াশার মাঝে

খোলা আকাশের নীচে

শিশির মাখা দুর্বা ঘাসের মাঠে

নরম গালিচায় হেঁটে

সুচনা করবো নতুন সুর্য নতুন দিনের

তুমি কি আসবে!

 

তুমি কি আসবে!

পল্টন ময়দান, মুক্তাঙ্গন, প্রেসক্লাব

টিএসসি সড়ক দ্বীপ অথবা

অধিকার আদায়ের কোন রণাঙ্গণে

সমবেত চিৎকারে কাঁপিয়ে দেব

প্রতিবাদের ঝরে উড়িয়ে দেব

রক্তের বন্যায় ভাসিয়ে দেব

শোষকের ভীত

তুমি কি আসবে!

 

তুমি কি আসবে!

সৈকতে, বিশাল সমুদ্রের অনন্ত ঢেউয়ে

শক্ত হাতে আকড়ে ধরে

গাঁ ভাসাবো অসীমে

অসীম থেকে অনন্তে

সীমাবদ্ধতা ভুলে পুনঃজন্ম নেব

নব শুদ্ধতায়, বিশালকায়

তুমি কি আসবে!

 

তুমি কি আসবে!

ভরা পূর্ণিমায় আমার আঙ্গিনায়

জোছনাস্নাত রাতে করবো জোছনাস্নান

প্রকৃতির মাঝে মিলে মিশে হবো

একাকার

আদিম-পুরনো-নতুন খেলায়

তুমি কি আসবে!

তুমি কি আসবে!

Likes Comments
০ Share