Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

ডি এম শফিক তাসলিম

৭ বছর আগে লিখেছেন

জনাব , আপনাকে কি বলতে পারি?

বাংলাদেশের প্রধান বিচারপতি সনাতন ধর্মের !!
আর ভারতের প্রধানবিচারপতি?
ভারতের পশ্চিম বঙ্গে মুসলিম জনসংখ্যা প্রায় ২৭%, 
আর সরকারী চাকুরীতে যোগদান প্রায় ২%
বাংলাদেশে: হিন্দু জনসংখ্যা প্রায় ৯%, 
সরকারী চাকুরীতে যোগদান ২৫%
এ ছাড়া বাংলাদেশে ইদানিংকালে বরাদ্দ যোগ হয়েছে বাজেটে !
ভারতে মুসলিমদের জন্য ?
এ কথা বলার জন্য বলা না ,, সন্ত্রাসী হামলায় হিন্দু ধর্মের কেউ মারা গেলে সুরন্জিত বাবু থেকে শুরু করে হালের রানা দাশ র্পযন্ত রব ওঠে নিপাত হল,,, নিপাত হল !!! প্রশ্ন ওঠে মৌলিক অধিকার,সঙবিধান ইত্যাদি ইত্যাদি!! যার রেশ ধরেই এখন চলছে রানা বাবুর ভারতের হস্তক্ষেপ চেয়ে হিন্দুদের সুরক্ষায় করুন আবেদনের ।।।।

কথা হল, প্রসিকিউটর রানা দাস গুপ্ত যুদ্ধাপরাধী ট্রাইবুনালের দেয়া রায়ের পর প্রায় সময় সাংবাদিক সম্মেলনে একটা কথা বলেন।
যাদের ফাঁসি দেয়া হচ্ছে তারা ১৯৭১ সালে পাকিস্তানের হস্তক্ষেপ চেয়ে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছেন।
১৯৭১ সালে যারা পাকিস্তানের হস্তক্ষেপ চাইছিল তারা রাজাকার।।।
আর যারা
২০১৬ সালে রানা দাস গুপ্তরা ভারতের হস্তক্ষেপ চাইছে, 
তারা কি?
এখন এটাকে কিসের চেতনা বলা যাবে?? ভাল কথা ইমরান সাহেব কোথায়??? এসপির বধু হত্যায় দেখি নিশ্চুপ চারিধার ,,কেউ পর্দানশীন নারীর নির্মম হত্যায় আরব জাহানের হস্তক্ষেপ চাইছে না !!!
....................................
কৃতজ্ঞতা জানাচ্ছি এ পোস্টের জন্য এক ফেবু বন্ধুকে
Likes Comments
০ Share