Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

ডি এম শফিক তাসলিম

৮ বছর আগে লিখেছেন

ঐশী নামা ও বৈদ্যরাজ বদি সমাচার

ঐশীনামা আর বৈদ্যরাজ বদিসমাচার: শুরুতেই কৃতজ্ঞতা জানাচ্ছি ব্লগ বন্ধু ব্লগার আব্দুল্লাহ রিফাত কে ,কেননা তার ব্লগ থেকেই ছবিদুটো ও সাহস ধার নিয়েছি বলে !! সাহস ধার নিয়েছি কথা টা এজন্য বলা কারন ফাঁশির রায় পাওয়ার পর তার আড়াল “কাব্য” নিয়ে লিখতে সাহস করিনি,, পাছে হালের নব্য লায়েকদের যদি নালায়েক বাণীর “মধ্যমণি” হয়ে যাই সে আশংকায় । ২৭ মাস আগের ঘটনা !! থানায় এক কিশোরী হাজির সাথে ১১ বছরের বালিকা । ঘটনা “আত্নসর্মপন” স্বীয় বাবা-মা কে হত্যার অভিযোগে মামলায় !! এর মধ্যে সারা দেশের মানুষের জানা বাকি থাকলনা ১৯ বছরের সেই মেয়েটিই তার জন্মদাতা বাবা ও র্গভধারিনীর খুনি ।। তেমনি জানা আর বকি থাকল না ভয়াবহ মাদক ও হালের স্বাধীনতার করুণ বাস্তবতার কথা ।।শুধু জানা বাকিথাকল তখনকার সময় অনেক বুদ্ধিজীবি বা আজও নতুন করে পন্ডিত বাবুদের “ কেন ঐশী এমন হল ? কেনো আজকাল ছেলেমেয়েরা বাবা-মাকে বাবা-মা ভাবেনা ? কেনো সমাজে ছেলে -মেয়েরা নৈতিকতা শিখছে না ? ” ইত্যাদি মিরাক্কেল মার্কা বিষয় নিয়ে টিভি মনিটরের টিউব গরম করার বিষয়টুকু । আমার পড়ানোর অভিজ্ঞতার এক যুগ ছু্ঁই ছুঁই করছে । সেই অভিজ্ঞতায় ৩ বছরের বাবুসোনার সরল অনুভূতিতে গলায় ঝুলে পড়া মুখস্ত করানোর অভিজ্ঞতাও যেমন রয়েছে তেমনি ঐশী সমতূল্য বা তার চেয়ে বড়দের খুনসুটির “পাঠ চক্র” র অভিজ্ঞতাও রয়েছে ।স্বচক্ষেই আমার দেখা হয়েছে বা এখোনো হয় দেখা ছোট্ট সোনামনিদের চিরন্তন কবিতার ছন্দ আর উনিশ কুড়িদের নানা রকম সনেট ।স্বচক্ষেই দেখা হয়েছে আদব-কায়দায় শিষ্ঠাচারে পরিবার ভেদে রকমফের!!! আজকের ঐশী কিন্তু চিরন্তন কবিতার ছন্দ নিয়েই নিষ্পাপ নিষ্কলঙ্ক নিয়ে এ পৃথিবীতে এসেছিল !! ছিলনা তাতে কোনো অমিত্রাক্ষর সনেট কিংবা ছিলনা কোনো অষ্টক -ষটকের ধোয়াশা !!তাহলে এই ছন্দে সনেটের আর্বিভাব কার কারনে?? হাহ্ !! বোঝেননি ? যাবতিয় যত অমিত্রাক্ষর ছন্দে সাজানোর দায়িত্ব থাকে তো আমাদের সমাজের তথা লেজকাটা মানবতাবাদিদের আর তাতে গা ভাসানোঐশীর বাবা-মায়েদের ।। এরা একদিকে বাবা-মা কে আপন ভাবতে বলে আর অন্যদিকে বাবা-মায়ের শাসনের বিরুদ্ধে আইন করে লাগাম পরিয়ে দেয় !! এরা একদিকে “এইডস থেকে বাচতে র্ধমীয় অনুশাসন মেনে চলুন” শ্লোগান তোলে আর অন্য দিকে সন্তানের প্রতি বাবা-মায়ের নৈতিক দায়িত্বে ”র্ধমীয় পোশাকের জোরাজুরি করাযাবেনা” আইনের চুইংগাম সেটে দেয় কিংবা স্বাধীনতার রব তুলে সন্তানদের বলে “বাবা ওগুলো এখন দেখার বয়স না পরে দেখো “ বলে স্বাধীনতার আস্তরন দিয়ে দেয়।। এরা একদিকে ঐশীকে অসংজ্ঞায়িত করে আর অন্যদিকে ডিজে র্পাটিতে মাদকের ”বাবা” বনে গিয়ে বৈদ্যরাজ বদি সাহেব দের সমাজপতি হতে সাহায্য করে ।। এরা একদিকে :কেনো ঐশী ?? বলে ঘাম মোছে আর অন্যদিকে বদি সাহেবদের আইনপ্রণেতা বানিয়ে হাজারো ঐশীর সমাজে জন্ম দেয় !!!   .............................. স্বাধীনতা করে করে আমরাই বিবেককে পরাধীনতার জিন্জিরে বন্দী করছি !!! একবারো বুঝিনা কোনটা স্বাধীনতা আর কোনটা পরাধীনতা!!

Likes Comments
০ Share

Comments (0)

  • - মোঃ মাতীন পাগলা

    http://mohammadin.blogspot.com/2015/05/blog-post_26.html