Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

inকলিসয়াম

১০ বছর আগে লিখেছেন

১৫-২০-২৫ বছর যাদের বয়স, তাদের জন্য

-দেখি কদম একটা গান বাজা। মন উদাস হইছে। একটা ভালো গান শুনি। 
-কোন 'দলের' গান শুনবেন চাচাজী 
-'দলীয় সঙ্গীত' না, তুই একটা একক গান বাজা।
-না চাচাজী দলীয় সঙ্গীত এর কথা বলছি না , আমি বলছি আপনি কোন মতালম্বির গান শুনবেন।
-মানে ?
-মানে চাচাজী এখন গান শুনার আগে অনেক কিছু চিন্তা করার সময় এসে গেছে।
-যেমন ?
-যেমন গানটা কে লিখল, সুরটা কে দিল এর পর কে গাইল ?
-গান শুনব যখন গানই শুনব, আজি ঝরো ঝরো মুখর বাদরদিনে, এগুলা করতে হবে কেন? 
-করতে হবে , না করলে আপনি দলছুট হয়ে যাবেন। আপনার জাতীয়তাবাদ হারায় যাবে।
"আজি ঝরো ঝরো মুখর বাদরদিনে" যদি শুনেন তবে তাও বাদ দিতে হবে , কারণ যে ভদ্রলোক গান টা লিখেছিলেন উনি ইন্ডিয়ান। আমাদের দেশের এখন নামী দামী শিল্পীরাও ইন্ডিয়ান গান শুনা অফ করে দিছেন। আপনিও অফ করে দেন। না হলে দালাল হবেন !

-তাহলে "আমার সোনার বাংলা কি" করবো ? ঐটাওতো একই ভদ্রলোক এর লিখা ! 
-বদলায় ফেলেন। কিছুদিন পর ঐটারও একটা শতভাগ বাঙালী , থুক্কু ,বাংলাদেশী ভার্সন আসবে । এখন বলেন চাচাজী কি গান শুনবেন ?
-না কিছু শুনবনা না, ভালো লাগছে না। তুই যা কদম, যাওয়ার সময় বাতিটা নিভিয়ে যা।
____________________

আমার সবাই মিলে সুন্দর এক দেশ করছি। সবাই তাতে অল্প, অল্প করে সাহায্য করছি।
এখন কোনো প্রোগ্রাম কে গান গাইবে তা নিয়েও দুটো ভাগ হবে। 
আগে মন হত শুধু নেতা-নেত্রীরা দেশের ক্ষতি করছে। আসলে ব্যপারটা তো তা না। 
ওনারা ধন সম্পত্তি চুরি করছেন, যা রিকভার যোগ্য। কিন্তু আমরা সাধারণ জনতা মূল্য-বোধ চুরি করছি।
যা রিকভার করা অনেক অনেক কঠিন । বিশ্ব-বিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে অনলাইন একটিভিস্ট সবাই নিজের প্রয়োজনে নিজ পক্ষ সমর্থনে ভুল কে শুদ্ধ করছেন , আর শুদ্ধ কে ভুল এ রূপান্তর করছেন । জীবনের সুন্দর আর সেরা সময় ১৫-২০-২৫ বছরে যা আমরা পার করে এসেছি। 
সাধারণ জনগণ নিজদের অজান্তে আর জ্ঞান পাপীরা স্বজ্ঞানে এমন এক বাংলাদেশ তৈরী করছেন যেখানে যাদের বয়স এখন ১৫-২০-২৫ বছর তারা বা তাঁদের পরের প্রজন্ম অসুস্থ এক পরিবেশ এর মধ্যে বড় হবে। ব্রাভো। জয় হো !!!

Likes Comments
০ Share