Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

inকলিসয়াম

১০ বছর আগে লিখেছেন

১৪ ই এপ্রিল , তাই পহেলা বৈশাখ

আমি যে বাঙালি,

* একটা সিস্টেম আসল , যেকোনো ধরেণর সিস্টেম । আমি বুঝি না , সেই ক্ষেত্রে মনোভাব 'এই সিস্টেম টিকবে না , যেহেতু আমি পারি না তাই এটা ভালো না '

* মুখে সবাই পাক্কা ইসলামী , তবে কিবলার দিকে ফিরে সিজদা সপ্তায় চারটার বেশি পরে না একটা ব্যপক অংশের।

*দাড়ি - টুপি পড়া হুজুর যা বলছে তাই ধর্ম , তাতেই আমল। ধার্মিক , আমি শুনে শুনে। কার কাছে শুনা ? যে হুজুরের শিক্ষা খুবই সামন্য, বেতন যার খুবই নগন্য তার কাছে। জাগতিক স্বার্থ রক্ষায় যে হুজুরের উপদেশ পাত্তাও দেই না, তার শিক্ষায় ওপারের অসীম জীবনে পারি দেয়ার জন্যে বসে আছি !!!

*শিক্ষক এর সাথে তর্ক করা যাবে না , তর্ক করলেই জীবন ছারখার হয়ে যাবে ? শিক্ষা তাই নিম্নমুখী। মানসিক ভাবে খুবই অনৈতিক ভদ্রলোক আজকাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে বসে আছেন।

*" যাহা রটে , তা কিছুটা হলেও বটে " - এই বাক্যে বিশ্বাসী। জাতিকে যেকোনো কিছুই খাওয়ানো যায় । যেকোনো ধরণের রটনায়-ই তারা বট গাছ খুঁজে। আলোচনা করে , টিভি শো করে।
-------------------------------------------------------------
- এই কদম , কি লিখিস ?
-কিছুনা মকসুদ ভাই , কিবোর্ড নিয়ে খেলি আর একটা প্রশ্নের উত্তর খুজি
-কি
-পাঠার মাংস আমরা মুসলমানরা খাই না কেন আর ছাগল কে কেন অন্ডকোষ মুক্ত করে বড় করা হয় ?
-চাচাজীরে জিগ্যেস কর।
-পাগল !!! এমনিতেই মুখে ব্যথা। তার উপর এই ধরনের প্রশ্ন করলে মুখ-ই খুঁজে পাওয়া যাবে না। তুমি জানো ?
-না , আমিও জানি না , বাদ দে ,পরে খুজবো। এখন বল ১৪-ই এপ্রিল এ কি প্ল্যান।
-১৪-ই এপ্রিল এ আবার কি প্ল্যান ?
-আরে পহেলা বৈশাখ না !! তুই কি পহেলা বৈশাখও ভুলে গেলি ? ১৪ই এপ্রিল হলো পহেলা বৈশাখ।
-ও আচ্ছা , ১৪ ই এপ্রিল , তাই পহেলা বৈশাখ !!! আজ কয় তারিখ বাংলা মাসের ? আজ কয় তারিখ বাংলা মাসের ?
-জানিনা দাড়া পেপার দেখি।
-দেখতে হবে না , আমিও জানি না :)

***ইংরেজি কেলেন্ডার ধরে বাংলা বছর হিসেব করা সবাইকে, সাথে আমাকেও নববর্ষের শুভেচ্ছা।
শুভ নববর্ষ ১৪২১ (পেপারে দেখে নিলাম )
সুন্দর কাটুক আমাদের নতুন সময়।

Likes Comments
০ Share

Comments (2)

  • - শুভ

    এক কথায় দুর্দান্ত।

    • - মোঃসরোয়ার জাহান

      অনেক ধন্যবাদ 

    - বাধন আহমেদ

    valo laglo.

    • - মোঃসরোয়ার জাহান

      ধন্যবাদ

    - বাঙলা বেলায়েত

    বিস্মৃতির পথে যেতে যেতে

     

    ইন্দ্রধনুর মতো কতো বুদ্ বুদ্ আমার হৃদয়ের অরণ্যে!

     

    পথ চিনে নিতে চায় যাযাবর ইতিহাসসহ

     

    ঘুরে প্রাণ অমেয় গোলকধাঁধায় বৃত্তের বাইরে

     

    বাতাসে ভাসে প্রিয় নাম প্রিয় কন্ঠস্বর তখনও!

     

    • - মোঃসরোয়ার জাহান

      ধন্যবাদ 

    Load more comments...