Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

inকলিসয়াম

১০ বছর আগে লিখেছেন

হারলেই ক্ষেপে যাচ্ছেন ???

-কিরে কদমা , তুই এত হারার পরও তালি বাজাজ কেন ?
- আছে তালি দেয়ার কারণ আছে। হেরে যাওয়ার পরও কেন উত্সাহ দেই বা সবাইও কেন দিবে ? কারণ দুইটা :
এক: যারা খেলছে তারা যেন অনুপ্রেরণা পায় পরের বারের জন্য 
দুই: যারা খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখে বা যাদের বাবারা তাদের সন্তানদের ডাক্তার বা ইঞ্জিনিয়ার না বানিয়ে খেলোয়াড় বানানোর স্বপ্ন দেখেন তারা যেন পিছিয়ে না যায়। inspire the coming generation .

যেভাবে আপনারা গালা-গালি করেন , তাতে বর্তমান খেলোয়াড়রা যেমন মর্মাহত হন তেমনি উঠতিরা ভয় পায় একে ক্যরিয়ার হিসেবে নেয়ার !

মকসুদ ভাই আপনার হয়তো বিশ্বকাপ এ বাংলাদেশের জয় দেখে যাওয়ার ইচ্ছা তাই তারা হুড়া করছেন। হারলেই ক্ষেপে যাচ্ছেন। সময় দেন সময় লাগবে , এরা পারে নাই পরের জেনারেশন পারবে। আপনি থাকবেন না আপানর পরের প্রজন্ম থাকবে। তারা দেখবে।

আপনি যদি মনে করেন 'কেয়ামত'-ও দেখে যাবেন তাহলে ভাবেন কি অবস্থা হবে  ? সবাই সব কিছু দেখবে তারতো প্রয়োজন নেই। এক প্রজন্ম ভাববে , এক প্রজন্ম গড়বে , এক প্রজন্ম তুলে ধরবে। তাই আসুন , Cheer for them .

Likes Comments
০ Share

Comments (2)

  • - আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম

    তথ্যসমৃদ্ধ ও বিশ্লেষণধর্মী চমৎকার প্রবন্ধ। খুব ভালো লাগলো। ধন্যবাদ, ভাই এম জহির।

    • - ব্লগার বাঙ্গাল

      কষ্ট করে লেখাটি পড়ায় আপনাকেও ধন্যবাদ ‘জাযাকাল্লাহ’