Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

inকলিসয়াম

১০ বছর আগে লিখেছেন

চল্ কদম জুম্হা পড়ে আসি।

-কদম, চল্ জুম্হা পড়ে আসি।
-চলেন চাচাজী , গত দুইটা মিস করসি, এবারও মিস করলে পুরা নাম কাট্টা।
তাছাড়া , ছোট পরিসরের হজ্জ করা হলো। চলেন।

চশমার ফাঁক দিয়ে তাকিয়ে চাচাজী ।
-কিছু বলবি?
- না কি বলবো , চলেন।
-কিছু খবরের কাগজ নিয়ে নে।
-কেন চাচাজী ?
-দেরি হয়ে গেছে, মসজিদ এ জায়গা নাও পেতে পারি, রাস্তায় দাড়াতে হতে হবে হয়তো ।
-ও আচ্ছা।
কদম হাতের কাছের কিছু পুরানো পেপার বগলে নিয়ে, চাচার সাথে দৌড় দেয় গরীবের হজ্জ এ।

মসজিদ, তার আশেপাশের বারান্দা সব ফুল। ঐদিকে হুজুর ও দাড়ায় গেছে নামাজে।লোকজন রাস্তায়, রাস্তায় জায়নামাজ , পেপার বিছিয়ে আল্লাহুয়াকবার বলে নামাজে দাড়িয়ে।সব রাস্তা ব্লক, সে এক অভুধপূর্ব দৃশ্য !!! একমাত্র জুম্হার জামাতে পড়ার জন্য, সাময়িক কষ্ট করতেও রাজী সবাই !!

কদমও তাড়াহুড়া করা পেপার বিছিয়ে আল্লাহুয়াকবার বলে নিয়ত বাধার সাথে সাথেই হলো সমস্যাটা।পেপারে ময়ুরীর সাহসী ছবি !!! তার নিচে শাবনুর। পাশের লোকের পেপারে মেডোনা !! কি করা ?ময়ুরী কে দেখতে দেখতে নামাজ পড়াটা কি ঠিক হবে ? না নিয়ত ভেঙ্গে, ছবি ঢেকে নতুন করে শুরু করবে ?এর মাঝে হুজুর রুকুতে চলে গেছেন। অজ্ঞাত , চোখ বন্ধ করে নামাজ শেষ করলো কদম। নামাজ শেষ করার সাথে সাথেই, সবাই যে যার যার মত চলে গেল পেপার নেয়া ছাড়া।
পেপার গুলা রাস্তার আবর্জনা কে সমৃদ্ধ করলো !!

চাচার সাথে ফিরতে, ফিরতে কদম দেখে রাস্তায় জ্যাম পরে গেছে।
-কদম চিন্তিত।
-কি কদম কি ভাবিস মাথা নিচু করে ?
-চাচাজী জুমার নামাজে , রাস্তা ব্লক করে, পেপার বিছিয়ে , তাড়াহুড়া করে নামাজ পড়াটা কি ঠিক ?
-জুমার নামাজতো জামাতে পড়তে হবে, মানুষ বেশি, জায়গা কম। মানুষ এর কি দোষ , কিছুত করার নাই।
-আছে , অবশ্যই আছে। অনেকগুলা জামাত করলেইতো হলো , যার যখন সুবিধা আরাম করে মসজিদের ভিতরে পড়বে। রাস্তা আটকিয়ে, লোক দেখিয়ে , মানুষ কষ্ট দিয়ে নামাজ পড়ারত কোনো মানে নেই। দেশের বাহিরে, শীত প্রধান দেশে, যেখানে দিন খুব ছোট , সেখান যদি একের অধিক জামাত হতে পারে , তবে আমাদের সমস্যা কোথায় ? সংশ্লিষ্টদের এর উচিত আইন করে এটা অফ করে দেয়া।
পাবলিক এর রাস্তায় কোনো নামাজ হবে না। অবশ্য এটা করতে গেলেও সমস্যা আছে। লোকজন ভুল বুঝবে , আকাশে, বাতাসে স্লোগান উঠবে, "নামাজ নিয়ে ছিনি মিনি চলবে না, চলবে না !!!" তাই কেউ রিস্কও নেয় না এই সিস্টেম পাল্টানোর!!!

.... অথচ জরুরী খবু জরুরী ,লোকজন দের সুন্দর ভাবে বুঝিয়ে , দেশের সব মসজিদ এ প্রয়োজনে একের অধিক জুমার জামাত করা। সুন্দর অল্টারনেটিভ সমাধান থাকতেও , ধর্মকে বিতর্কিত করার কি মানে চাচাজী ?

Likes Comments
০ Share

Comments (1)

  • - মাসুম বাদল

    চমৎকার কবিতায় খুব খুব ভাললাগা।

     

    শুভকামনা রইলো...

    • - আবরার আদিব

      ধন্যবাদ আপনার দারুণ মতামতের জন্য। ভালো থাকবেন!

    - আসাদুস জামান বাবু

    ভালো হয়েছে কবিতাটি, শুভ কামনা

    • - আবরার আদিব

      ধন্যবাদ আপনাকে কবিতা পাঠ ও শুভকামনার জন্য!