Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

রুহুল আমিন

১০ বছর আগে লিখেছেন

starpcsolution কম্পিউটার বার্তা- ৪

আজকের বিষয় ঃ আরথিং

আসসালামুআলাইকুম, সবাই ভালোই আছেন। আজ আরথিং নিয়ে বলবো। আমরা cpu ব্যাবহা করি, সেই cpu চলন্ত আবস্থায় যখন হাত দেই তখন হাতে সট আনুভব করি। এই সট টা করার কারন আরথিং , আপনি চাইলে নিজেই আরথিং দুর করতে পারবেন। যা দরকার তা হল ঃ--

১। একটি প্রাক এবং

২। তার

কিভাবে করবেন ঃ

প্রথমে এক প্রান্ত প্রাক এ পেচাবেন আর এক প্রান্ত cpu এর বডিতে পেচাবেন এবং প্রাকটি ঘরের কোনা কোনি গেড়ে দিবেন।

দখবে আরথিং থেকে মুক্তি পেয়েছেন।

আগে যা দিয়েছিলাম

starpcsolution কম্পিউটার বার্তা

starpcsolution কম্পিউটার বার্তা-২

starpcsolution কম্পিউটার বার্তা- ৩

Likes Comments
০ Share

Comments (6)

  • - আলমগীর সরকার লিটন

    দাদা

    সুন্দর অনুভুতির চিত্র

    বেশ---

    • - গোলাম মোস্তফা

      অনেক অনেক শুভ কামনা আপনার জন্য 

      কেমন আছেন ।ভালথাকুন পাশে থাকুন 



    - সুখেন্দু বিশ্বাস

    সম্পর্ক বদলায় ,ঋতু বদলায়
    ভালবাসা তার রং বদলায় ।

    শুধু বদলাই না আমি
    আমার মন
    আর আমার সাদা কালো সৃতি গুলো । 

     

    এই সব বদলের মাঝে নিজেকেও কেমন যেন অচেনা লাগে।

    মনে হয় আগন্তুক আমি।

    আমি কি সেই চিরচেনা শহরেই আছি না অন্য কোথাও?    

     

     

    শুভকামনা রইলো 

    • - গোলাম মোস্তফা

      হুম বদলে গেছে ,বদলে যায় অনেক অনেক শুভ কামনা প্রিয় 

    - নীল সাধু

    শুভেচ্ছা সুপ্রিয় গোলাম মোস্তফা ভাই।
    কবিতায় ভালো লাগা রইলো।
    কবিতা পড়ে বিষণ্ণতা ছুঁয়ে গেছে স্মৃতিকাতর এই মন।


    ভালো থাকবেন। শুভকামনা নিরন্তর

    • - গোলাম মোস্তফা

      সালাম নীলদা কেমন আছুন ?

      অনেক অনেক ভাল লাগছে আপানাকে কবিতায় পেয়ে ।

      অনেক অনেক শুভ কামনা 

    Load more comments...