Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

ফেরদৌসী বেগম ( শিল্পী )

১০ বছর আগে লিখেছেন

আমার স্মৃতির একটি বই

 

 

স্মৃতির পাতায় লুকিয়ে থাকা,
সযতনে রেখেছি সবই মনের গভীরে।
দীর্ঘ দিনের সেই পুরানো দৃশ্যপট,
চেনা পথ-ঘাট সবই আছে মনে,
যদিও আজ সেইসব পাল্টে গেছে।
তবুও ভুলিনি, সবই স্ফটিকের মত আছে। 

ছিল আমার যত আশা-আকাঙ্ক্ষা,
রঙিন করে দেখা সব স্বপ্ন গুলো,
চোখ জুড়ানো ছবিতে, ভরে রেখেছি।
ভালো সময় আর খারাপ সময়,
সব মিলিয়ে তো বেশ ভালই ছিল,
এই সবই তো আমার স্মৃতিতেই আছে।  

শিশুকালের চঞ্চলতা আর দুষ্টুমির খেলা,
কিশোরী মনে জাগা আনন্দের দোলা,
পরম সুখের সাগরে তখন ভেসেছিলাম।
কিযে লাজুক ছিলাম তখন আমি!
মাঝে মাঝে কত যে অবাক হয়েছি,
ভুলিনি কিছুই, এখনো সব মনে আছে।

প্রাণ খুলে কতইনা আনন্দে হেসেছি,
পরম আহ্ব্লাদে কতইনা কেঁদেছি,
ব্যথার যন্ত্রনায় কত গুঙ্গিয়েছি,
শুধু শুধু ভয়ে কত যে শিহরিত হয়েছি!
যা কিছু যায়না বলা, যা কিছু যায়না ভুলা,
এই সব কিছুই মনের গভীরে লুকিয়ে আছে।  

মনে ছিল যত গভীর ভাবনাগুলো,
আর চাওয়া-পাওয়ার সব ইচ্ছাগুলো,
এই সমস্ত কিছুই আমার সাথেই থাকে।
সময়ের স্রোতে ভেসে যাওয়া স্মৃতিগুলো সব,
আমার কাছেই, যত্ন করে যেখানে রেখেছি,
আর সেটাই হলো, আমার স্মৃতির একটি বই।

Likes ১৬ Comments
০ Share

Comments (16)