Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

ফেরদৌসী বেগম ( শিল্পী )

১০ বছর আগে লিখেছেন

অনন্তকালের ভালবাসা

 

ভালবাসা যে, দুরন্তর মহাসাগরের মত,
যেখানে বালি সমুদ্রে গিয়ে মিশে,
ভালবাসার তরঙ্গে ঘূর্ণায়মান হয়ে।
জোয়ারের মত হয়ে তীরে আসে,
চাওয়ার আর প্রয়োজনে দেয় যে আলিঙ্গন।

ভালবাসা যে, ঐ আকাশের উজ্জল চাঁদের মত,
উষ্ণতার সমুদ্র জুড়ে ঝিলিমিলি স্রোত,
গভীর, প্রশস্ত, শক্তিশালী আর কি শান্ত।
সর্বদাই যেন বয়ে বয়ে আসে আর যায়,
কখনো কখনো পথপ্রদর্শকের মত,
আশ্রয়ের অবগাহন করিয়ে দেয়।

ভালবাসা যে, সমুদ্রের সতেজ মৃদুমন্দ বাতাস,
আলতো করে মুখ জুড়ে ছোঁয়া দিয়ে যায়,
পরম সুখ আর ভালোলাগার সুদূরপ্রসারী।
নোনা বাতাসের মিষ্টি সুবাস দিয়ে,
যেন মনের সমস্ত কষ্টগুলো মুছিয়ে,
কষ্টের মাঝে ডুবন্ত জীবনকে বাঁচিয়ে তুলে।

ভালবাসায় যে, উপলব্ধি থাকে পৃথিবীর সর্বত্র,
সৌন্দর্য্যে, বায়ুতে কিংবা রহস্যে ভরা,
দীর্ঘশ্বাসটাকে দুরে সরিয়ে দিয়ে,
বাতাসের হাত দিয়ে করে আলিঙ্গন।
বন্ধ চোখেও যেন যাদুমন্ত্র স্মৃতি নৃত্য,
গভীরতম স্মৃতিরাও তখন পালাতে পারেনা।

ভালোবাসাকে যদি, কখনো আত্মারাও বিদায় বলে,
এবং আকাশ যেখানে সমদ্রে গিয়ে মিশে,
সেখানেও যেন ভালবাসার হয় পরিচয়।
পৃথিবীতে ভালবাসা থাকবে চিরকালই,
সমুদ্রে যেখানে স্মৃতি স্পর্শ মিলে।
ভালবাসা থাকবে জীবন্ত হয়েই,
ফিরে ফিরে আসবে, অনন্তকালের প্রবাহে।

Likes Comments
০ Share

Comments (3)