Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

ফেরদৌসী বেগম ( শিল্পী )

১০ বছর আগে লিখেছেন

আমার পক্ষ থেকে নক্ষত্র ব্লগের সম্মানিত সহব্লগার সব্বাইকে ফুলেল শুভেচ্ছা আর সুস্বাগতম!!

 আমার ব্লগঘরে আমার পক্ষ থেকে নক্ষত্র ব্লগের সম্মানিত সহব্লগার সব্বাইকে ফুলেল শুভেচ্ছা আর সুস্বাগতম জানাচ্ছি। আশা করছি, আপনারা সবাই আমার ব্লগঘরে আসবেন এবং আমার লিখাগুলো পড়বেন। যদিও আমি মোটেও তেমন ভালো লিখিনা জানি, তারপরও আমি লিখি এবং লিখার চেষ্টা করি মাত্র। যখন যা মনে আসে, সেটাকেই প্রকাশ করার চেষ্টা করি, অনেকটা শখের বশেই। এখন আপনারা যদি আমার লিখাগুলো পড়েন এবং পড়ে কিছু একটা বলেন, তাহলে আমার লিখাটারও স্বার্থক হবে এবং আমিও আরো লিখার প্রেরণা পাবো বলেই আশা করছি। কারণ আপনাদের প্রেরণাতেই যে আমিও অনুপ্রাণিত হতে পারি, এই আমার প্রত্যাশা।

 আর আমার কথা বলতে গেলে,  আমি ঠিক তেমনি যেমন করে আমি দেখি. আমার চিন্তাটাও ঠিক তেমনি যেমনটি আমি ভাবি, আমার মনটাও ঠিক তেমনি যেমনটি আমি অনুভব করি, আমার ভালোবাসাটাও কিন্তু ঠিক তেমনি যেমন করে আমি ভালবাসি। আর হ্যা, বাংলার মাটি থেকে অনেক অন্নেক দুরে থাকলেও বাংলাকে রেখেছি বহু যত্ন করে আমার এই মনেতে। আর ভালো লাগে নিজের মতই থাকতে, হয়ত কম কথা বলি বলেই। এবং সব সময়ই আমি চাই, কোন একটা কিছু নিয়ে নিজেকে ব্যস্ত রাখতে। ভালো লাগে বই পড়তে এবং অন্যদের লিখাগুলো পড়তে। তাইতো মাঝে মাঝে নিজেরও লিখার শখ জাগে, যদিও জানি আমি ভালো লিখতে পারিনা। তবুও লিখি যখন যা মনে আসে, তাই লিখার চেষ্টা করছি মাত্র। কিন্তু বড়ই দুঃখের ব্যাপার হলো, আমি যখন যাই লিখিনা কেন আমার লিখাগুলো কেন জানি খুবই সহজ-সরল ভাষায় হয়ে যায়, হয়ত আমিও সহজ-সরল বলেই। এই পর্যন্ত যা-ই লিখেছি, শখের বশেই লিখেছি। কিন্তু জানিনা কেমন লিখেছি বা লিখি, আর তাইতো ব্লগিং করি যদি আমার নিজের লিখাগুলো সন্মন্ধে কিছুটা জানতে পারি। তাছাড়া আমি ভালবাসি এবং সন্মান করি পৃথিবীর সব মানুষদেরই, আর তাইতো আমিও সব মানুষদের কাছ থেকেও তেমনটাই চাই। বিশ্বাস করি, জ্ঞান আহরণ কোন বয়স কিংবা নির্দিষ্ট সময়ের মাঝে সীমাবদ্ধ নয় বরং মানুষ চাইলে সারা জীবন ধরেই শিখতে পারে, আর তাইতো আমি আজও শিখেই চলেছি এবং শিখছি। আসলে কি, মানুষের অনুভুতিটা হলো সুন্দর একটা পেইন্টিং যা কখনই নষ্ট হয় না। মানুষের চেহারাটা হলো সুন্দর একটি বইয়ের মত, সেটাকে পড়তে চেষ্টা করতে হয়। এবং ভালবাসা জিনিসটা হলো খুবই মূল্যবান, তাই এটাকে সঠিক মর্যাদা দিতে হয়। আর বন্ধুত্ব হলো সুন্দর একটি আয়নার মত, তাই সেটাকে খুব যত্ন করে রাখতে হয় যেন ভেঙ্গে না যায়। আর তাইতো অনুভূতিটাকে স্পর্শ করতে চাই, পড়তে চাই অনেক বই, মর্যাদা দিতে চাই মানুষগুলোকে এবং যত্ন করে ধরে রাখতে চাই বুন্ধুত্বটাকে। আশা করছি, সম্মানিত সহব্লগার এবং পাঠকবৃন্দ সবাই আমার ব্লগঘরে আসবেন, আমার লিখাগুলো পড়বেন এবং আপনাদের সবার অনুপ্রেরনায় আমিও অনুপ্রানিত হব এই আমার আশা। সবশেষে নক্ষত্র ব্লগের সকল সহব্লগার, পাঠকদের, সঞ্চালিক কতৃপক্ষ সংশ্লিষ্ট সবার জন্যই রইলো অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা।

Likes ১৪ Comments
০ Share