Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

ইকবাল হোছাইন ইকু

৯ বছর আগে লিখেছেন

বিক্রমপুরের প্রতিচ্ছবি

শিক্ষা, সাহিত্য-সংস্কৃতি, জ্ঞান-বিজ্ঞান, প্রশাসন, খেলাধুলা, শিল্প, কৃষি, ব্যবসা-বাণিজ্য, রাজনীতি, ও প্রত্মতাত্ত্বিক ঐতিহ্যে সমৃদ্ধ সুজলা-সুফলা বিক্রমপুরের রয়েছে হাজার বছরের গৌরবময় ইতিহাস। সুপ্রাচীন চন্দ্ররাজাদের তাম্রশাসনের অঞ্জলি থেকে শুরু করে পাল, সেন, মুঘল, বার ভূঁইয়াদের কীর্তিতে সমুজ্জ্বল হয়ে একটি স্বাধীন বঙ্গ রাজ্যের রাজধানী বিক্রমপুরের কীর্তিময় অংশ। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত অতিপ্রাচীন জনপদ বিক্রমপুর। নদীর গতিপথ পরিবর্তন হয়ে উত্তর ও দক্ষিণ বিক্রমপুর নামে বিক্রমপুর দুইভাগে বিভক্ত হয়ে যায়। দক্ষিণ বিক্রমপুরকে ১৮৬৯ সালে ফরিদপুর জেলার সাথে যুক্ত করা হয়। বাকিটা মুন্সিগঞ্জ জেলার সদর, সিরাজদিখান, শ্রীনগর, লৌহজং ও টঙ্গিবাড়ি মোট ৫টি উপজেলা নিয়ে উত্তর বিক্রমপুর গঠিত হয়। বিক্রমপুরের হিন্দু, বৌদ্ধ, মুসলিম সংস্কৃতির মিলিত সভ্যতার অপরূপ কারুকার্য ও শিল্প, মুর্তি, শিলালিপি, খোদাই করা কারুকার্যস্তম্ভ, ভাস্কর্য ঢাকা জাতীয় জাদুঘরে স্তরে স্তরে সাজানো আছে।
চারদিকে মাছরাঙ্গা, টুনটুনি, ঘুঘু, ডাহুক, বাবুই, শালিক, দোয়েল, পাপিয়া প্রভৃতি পাখির কলকাকলি, নদীর কুল কুল ধ্বনি, পাতার মার্মর শব্দ, শ্যামল শস্যের ভঙ্গিময় হেলাদোলা প্রচুর পরিমাণে শহরের অভাব এখানে পূর্ণ করে দিচ্ছে। বিল-ঝিলের কাকচক্ষু জলে ঢ্যাপ, শাপলা-কমল-কলমির ফুটন্ত মুখগুলো ভরে আছে স্নিগ্ধ লাবণ্যে। যেদিকে তাকাই, দেখি আলোকিত আকাশ, পাই সুরভিত বাতাস।
গ্রীষ্মের আকাশে গনগনে সূর্য-রোদ্রতপ্ত দিন। কৃষকেরা প্রত্যাশার দৃষ্টি-কখন বৃষ্টি নামবে, মাটির তপ্ত বুক জুড়াবে। বর্ষায় গায়ে গা ঘেঁষে হাঁটুজলে দাড়িয়ে থাকে ধান-পাটের বাড়ন্ত শিশুরা। এখানে মেয়েরা রঙ্গিন বেত দিয়ে বোনে শীতলপাটি। কলসি-কাঁখে নদী থেকে পানি আনে। ছোট ছোট ছেলে-মেয়ে আঁচলে ছেঁকে ছোট ছোট মাছ ধরে। ইছামতি, পোড়াগঙ্গা, ধলেশ্বরী, পদ্মা, মেঘনা নদীর বাঁকে বাঁকে জেলেদের গ্রাম। নৌকা আর জাল নিয়ে সারাদিন তারা নদীর বুকে ভেসে বেড়ায় আর মাছ ধরে। পদ্মা-মেঘনায় ধরা পড়ে ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ। সুনিবিড় ছায়াঘেরা আমাদের গাঁয়ের পাশ দিয়ে শরতে-হেমন্তে নদীর বুকের... continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - লাঘমে নহাজা য়াজিনা

    khub khub khub  valo legeche.....

    • - শুভ

      ধন্যবাদ

    - মাইদুল আলম সিদ্দিকী

    ভালোলাগা জানালাম

    • - শুভ

      ধন্যবাদ ভাই

ইকবাল হোছাইন ইকু

৯ বছর আগে লিখেছেন

একটি পাখি

খুব সকালে গাছের ডালে
একটি পাখি গান গায়,
কি আভরণ! গানের মাঝে
একই তালে ঘুম ভাঙায়।
তার কাছে চাওয়া পাওয়া
অনেক ছিল বাকি,
মনের মাঝে হারিয়ে যাওয়া
সেও দিল ফাঁকি।
মনের মাঝে অনেক দু:খ
তাকে নিয়ে হল,
সেই পাখিটি পাব কোথায়
আমায় শুধু বল।
এ জীবনে কখনও কি
উঠবে সে আর ডাকি?
সে দুখটাকে ঘুচাতে তাই
তার ছবিটাই আঁকি।
continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - তাপস কিরণ রায়

    ভাল লাগলো আপনার কবিতা। 

    • - মুন জারিন আলম

      তাপস  দা !!!!

      চলন্তিকার তাপস  দা !!!!

      অনেক ধন্যবাদ  কমেন্টস

      এর জন্য ।.শুভকামনা রইলো

    • Load more relies...
    - মাসুম বাদল

    চমৎকার লেখায় খুব খুব ভাললাগা...

    • - মোঃসরোয়ার জাহান

      shundor

    • Load more relies...
    - কেতন শেখ

    ভালো লাগলো মুন। শুভেচ্ছা নিরন্তর।

    • - মুন জারিন আলম

      ধন্যবাদ কেতনদা কমেন্টসের জন্য।ভাল থাকবেন।

       

    Load more comments...

ইকবাল হোছাইন ইকু

১০ বছর আগে লিখেছেন

ব্যক্তিত্বের বিকাশ

 
ব্যক্তিত্বের পূর্ব কথাঃ
আমরা জানি মানুষ বলতে মানবতা নয়; কিন্তু মানবতা বলতেই মানুষ। মনবীয় গুণে গুণান্বিত ব্যক্তিই মানবতার ধারক ও বাহক। ব্যক্তি বলতে ব্যক্তিত্ব নয়; কিন্তু ব্যক্তিত্ব বলতেই ব্যক্তি। আর তাই ব্যক্তি বলতে কোনো সাধারণ একজন মানুষকে বুঝায়।
মানুষ যেখানে ব্যক্তিত্ব ও মানবতা সেখানে। কিন্তু মানুষ যেখানে নেই; ব্যক্তিত্ব ও মানবতা সেখানে নেই। মানব জীবনের সবকটি গুণাবলীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হল ব্যক্তিত্ব ও মানবতা। আর ব্যক্তিত্বের বিকাশ ঘাটানোর জন্য ব্যক্তি স্বধীনতা প্রয়োজন। কারণ সুপ্ত মেধা, সুপ্ত ক্ষমতা, সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানোর নামই ব্যক্তিত্ব বিকাশ।
জীবন ধারণের পক্ষে যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান ইত্যাদি অপরিহার্য তেমনি জীবন যাপনের জন্যও ব্যক্তিত্ব অপরিহার্য। ব্যক্তিত্ব বলতে আমরা সাধারণত বুঝি আমাদের নিজস্ব সত্তার যে সমস্ত গুণ আছে সেগুলোকে সুষ্ঠ বিকাশের সঠিক পথে চালানো। অর্থাৎ এক কথায় নিজস্ব গুণাবলীর প্রকৃত প্রতিফলন ঘটানো। মানব জীবনের প্রতিটি পদক্ষেপেই এর প্রয়োজন রয়েছে। আবার ব্যক্তিত্ব বলতে কিন্তু উচু কণ্ঠস্বর, ভাবভঙ্গি, দৃষ্টি, চেহারা ও অস্বাভাবিক উচ্চতাকে/শরীরকে বুঝায়না।

ব্যক্তিত্ব যাঃ
-ব্যক্তিত্ব হল এমনই কোনো সীলমোহর যার ছাপ আমরা মানুষের উপর রেখে যাই। ব্যক্তিত্ব হল কার্যকরী সম্পদ।-হারর্বার্ড ক্যাশন
-ব্যক্তি জীবনের ব্যক্তিত্বের সীমারেখা নির্ধারিত হয় কথাবার্তায়, আচার-আচরণে, চালচলনে, ধ্যান-ধারণায় ও মন-মানসিকতায়।
-সাফল্যের চাবীকাঠি
-চৌম্বক শক্তি
-অগ্রণী শক্তি বা এগিয়ে নেয়ার শক্তি
-মানুষের চালনা শক্তি
-একটি আদর্শ, একটি দর্শন
-চারিত্রিক গুণাবলী
ব্যক্তিত্ব হীনতা যা ঘটায়ঃ
-ব্যক্তিত্বহীনদের আত্ম-নিয়ন্ত্রণ থাকেনা
-আত্ম-নির্ভরশীল হতে পারেনা/পরনির্ভরশীল হয়ে পরে
-আত্ম-জ্ঞান, আত্ম-শিক্ষা, আত্ম-উপলব্দি থাকেনা
-আত্ম-বিশ্লেষণ, আত্ম-সমালোচনা, আত্ম-জিজ্ঞাসা ও আত্ম-শুদ্ধি করতে পারেনা
-আত্ম-ত্যাগের মন-মানসিকতা হারিয়ে ফেলে
-আত্ম-সম্মান করেনা
-মানবতা লোপ পায়
-ইচ্ছা, স্বপ্ন, লক্ষ্য হারায়
-ভয় পায়
... continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - আলমগীর সরকার লিটন

    দাদা

    খুবি ভাল লাগল কবিতাটা

    • - অয়ন আবদুল্লাহ

      অসংখ্য ধন্যবাদ, দাদা :)

ইকবাল হোছাইন ইকু

১০ বছর আগে লিখেছেন

মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত

Likes Comments