Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

টোকাই

৪ বছর আগে লিখেছেন

পথশিশু

ক্ষুধার্ত পেট
পারিনা তুলে দিতে অন্ন তোর অসহায় মুখে ।
আমিও ক্ষুধার্ত , তোর থেকে অনেক বেশী ;
আরও টাকা ! আরও সম্পদ চাই আমার !
গাড়ি লাগবে দামী , বাড়ি লাগবে সবকিছুতে সাজানো ;
তোর ঘুমানোর মেঝে যত বড় নয়
তার চেয়েও বড় দেয়াল জুড়ে টিভি লাগবে আমার!
এসি লাগবে গরমে , গ্রিজার লাগবে শীতে ।
অথচ তুই খেতে পাস না বিশুদ্ধ জল , আর
ঠাণ্ডায় কাঁপিস সারারাত ভাইরাসে ভাইরাসে মশাদের ভুঁড়িভোজে ।
জন্ম দিয়েছি বলেই তুই পথশিশু ,
জ্বলবে তোর কচি পেট অন্নময় আমি
তুই পথশিশু বলেই আমি হই ক্ষুধার্ত তোর অধিক ।
Likes Comments
০ Share