Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

নাজনীন পলি

১০ বছর আগে লিখেছেন

মানবের জীবন চাই

 কবিতাঃ মানবের জীবন চাই

কবিঃ নাজনীন পলি

এক এক করে সবাই ছেড়ে গেছে

অচেনা হয়েছে সকল আপনজন

কেন সবাই একই রকম হবে –

ব্যতিক্রম হতে নেই বুঝি ?

আজকাল অফিস থেকে ফিরতেই ভয় লাগে

স্বজনহীন ঘরে ফেরা ; দম বন্ধ হয়ে আসে

ঘরতো নয়;

 কতগুলো দেয়াল দরজা জানালা সমেত ছাদের নিচে বসবাস ।

সোফায় হেলান দিয়ে রিমুট টিপে চ্যানেল থেকে চ্যানেল চোখ বুলাই

রিমুট ছুড়ে ফেলে পিসির সামনে বসে মাউসের কেরামতি

কত কত অয়েব সাইট, মিনিটে মিনিটে হাজার বন্ধু বানানর সুযোগ

কিছুতেই আর সময় কাটে না ।

গভীর রাতের জন্য প্রতীক্ষা আর প্রতীক্ষা

ঘড়িটা মনে হয় যেন থেমে আছে

সন্ধ্যাটা রাতে পৌঁছাতেই চায় না

শেষমেষ প্রিয় বন্ধু স্লিপিং পিলের সাথে দোস্তি

প্রতিদিন একই রকম রবোটিক জীবন

কিন্তু আমিতো রোবট নই !

 

Likes ১৫ Comments
০ Share

Comments (15)

  • - সনাতন পাঠক

    সুন্দর ছড়া লিখেছেন 

    - লুৎফুর রহমান পাশা

    সুন্দর ছড়া

    - রোদের ছায়া

    বেশ ভালো।  হরতাল নিয়ে আসলে সবাই ভাবছি তাই ছড়া কবিতা সব হরতাল ময় । 

    Load more comments...