Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

পথিক আমি

১০ বছর আগে লিখেছেন

মধ্যরাতে কম্পিউটার বাড়ায় হতাশা!

রাতে ঘুমের সময় টিভি বা কম্পিউটার ব্যবহার হতাশা সৃষ্টি করে। গবেষণায় এমন তথ্যই বেরিয়ে এসেছে। আর নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রে ওহিও স্টেট ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার সূত্র। বিনোদন ও তথ্যের প্রয়োজনে মধ্যরাতে টিভি বা কম্পিউটার স্ক্রিনে দীর্ঘসময় কাজ করলে আসক্তি বাড়ে। এটা আগেই প্রমাণ হয়। কিন্তু এবারের গবেষণায় উঠে এসেছে হতাশা এবং মেরুদন্ডের ব্যথার জন্য এ দুটি অভ্যাসই দায়ী। গত ৫০ বছরে বিশ্বজুড়ে মানুষের মধ্যে হতাশা বাড়ছে। আর তা ছড়িয়ে পড়ছে।
ইলেকট্রনিক পণ্যের অতিরিক্ত ব্যবহার এবং দীর্ঘ সান্নিধ্যের কারণে শারীরিক নানা সমস্যা তৈরি হচ্ছে। এর মধ্যে মেরুদন্ডে স্থায়ী ব্যথা এবং হতাশা অন্যতম হয়ে উঠেছে। গবেষকেরা এমনটাই বলছেন। এ বিষয়ে গবেষক ট্রেসি বেডরোসিয়ান জানান, মানুষের মধ্যে দিন দিন হতাশা বাড়ছে। আর এ সংখ্যা মহিলাদের মধ্যেই সবচেয়ে বেশি। কর্মবিমুখ এবং নানামুখী চাপে মহিলারা হতাশায় ভুগছেন। এর জন্য মধ্যরাতের কম্পিউটার ব্যবহার এবং টিভি দেখাতেই অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
continue reading
Likes Comments
০ Shares

Comments (4)

  • - লুৎফুর রহমান পাশা

    নদীকে রুপক হিসেবে ব্যবহার করেছেন কবি। যেন বিরহ গাথা।

    • - মাসুম বাদল

      শুভকামনা, পাশা ভাই!!! 

    - ফেরদৌসা রুহি

    ভালো লেগেছে কবিতার কথা

    • - মাসুম বাদল

      শুভেচ্ছা 

    - সকাল রয়

    সরল কবিতা +++

    • - মাসুম বাদল

      shuvo-kamona 

    Load more comments...

পথিক আমি

১০ বছর আগে লিখেছেন

আসুন জেনে নেই... হরতাল কি? হরতাল আমরা কিভাবে পালন করতে পারি ও এর আইনী দৃষ্টিকোণ সম্পর্কে ।

বাংলাদেশেরবর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে হরতাল একটি নৈমেত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। উঠতে, বসতে, প্রতিনিয়ত হরতাল পালন করা হচ্ছে । আর কথা নয় আসুন জেনে নেই হরতাল কি..? হরতালের কার্যক্রম ও এর আইনী দৃষ্টিকোণ সম্পর্কে ।
হরতাল বলতে আমরা কি বুঝি?
হরতাল শব্দটি মূলত একটা গুজরাটি শব্দ (গুজরাটিতে বলা হয়হাড়্‌তাল্‌) যা সর্বাত্মক ধর্মঘটের প্রকাশক। মহাত্মা গান্ধী ব্রিটিশ বিরোধী আন্দোলনে প্রথম এই শব্দটি ব্যবহার করেন।এটা হচ্ছে সরকারের বিরুদ্ধে জনগণের সম্মিলিত আন্দোলন। হরতালের সময় সকল কর্মক্ষেত্র, দোকান, আদালত বন্ধ থাকে। তবে সাধারণত এ্যাম্বুলেন্স, ফায়ারসার্ভিস, গণমাধ্যমসমূহ এর আওতার বাইরে হয়ে থাকে।
কেন এবং কারা হরতাল পালন করে?  এটা সাধারণত কোনো একটা দাবি আদায় করার বা এর গুরুত্ব বোঝাতে আহ্বান করা হয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, দ্রব্যমূল্যের অত্যধিক বা ক্রমবর্ধমান বৃদ্ধি রোধ করার ক্ষেত্রে সরকারি দলের দৃষ্টি আকর্ষণ করতে এর ব্যবহার। এছাড়াও বিভিন্ন কারণে হরতাল ডাকা হয়। বেশিরভাগ ক্ষেত্রে সরকার সমর্থিত নয়, এমন সংগঠন, কিংবা বিরোধী দল হরতালের আহ্বান করে থাকে। তবে অরাজনৈতিক কোনো দলও, সরকার-সমর্থিত হওয়াসত্ত্বেয় সরকারের কোনো কাজের বিরোধিতা করতে হরতালের ডাক দিতে পারে।হরতাল, রূপভেদে বিশ্বের প্রায় সব দেশে বর্তমান থাকলেওভারতীয় উপমহাদেশেই এই রাজনৈতিক হাতিয়ারটির ব্যবহার বেশি দেখা যায়।
হরতালের কার্যক্রম 
শান্তিপূর্ণ হরতালের মূল কার্যক্রম হয়ে থাকে প্রতিবাদ মিছিল এবং সমাবেশ। অর্থাৎ হরতাল সমর্থকরা রাজপথে বেরিয়ে একত্র হয়ে উচ্চস্বরে নিজেদের দাবি-দাওয়া জানান দিয়ে থাকেন। কিন্তু কখনও কখনও এই পদ্ধতির ব্যবহার করতে গিয়ে মাত্রাতিরিক্ত কর্মকান্ডে জড়িয়ে পড়া, কিংবা আইনবহির্ভুত কাজে নেমে যাওয়া হরতালকে শান্তিপূর্ণ রাখে না। তখন আইন-শৃঙ্খলা বাহিনী হরতাল সমর্থকদের বাধা দিতে বিভিন্ন পদ্ধতির ব্যবহার করে থাকেন। এধরণের দাঙ্গা মোকাবেলায় পুলিশের বিশেষ দাঙ্গা বাহিনী নিয়োজিত হয়ে থাকে। পুলিশি সাধারণত লাঠি দিয়ে আঘাত করা... continue reading
Likes Comments
০ Shares

Comments (1)

  • - ‍মোঃ মোসাদ্দেক হোসেন

    সুন্দর লাগল..

    শুভকামনা রইল অবিরাম..

পথিক আমি

১০ বছর আগে লিখেছেন

প্রযুক্তি বিশ্বে গুগল চশমার গুনাগুণ

প্রযুক্তি বিশ্বে আলোচিত গুগল চশমা সম্পর্কে কারও অজানা নেই। বিস্ময়কর অসংখ্য আবিষ্কার ফর্মুলা প্রতিনিয়ত যুক্ত হচ্ছে গুগল চশমাতে। অনেকের দৃষ্টিতে এই চশমাটি রহস্যময় হিসেবেই খেতাব পেয়েছে। গুগল চশমার বহুমুখী ব্যবহার রয়েছে। সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে আলোচনার শেষ নেই। কিন্তু আমরা দেখতে চাই আসলে গুগল চশমার ব্যবহার কী? অনেক সুবিধার এই চশমা কী কাজে আসতে পারে তার সামান্য কিছু অংশ আপনাদের জন্য এখানে উপস্থাপন করা হলো।
গুগল চশমা- সর্বাধুনিক প্রযুক্তির চশমা
প্রজেক্ট গ্লাস একটি রিসার্চ এবং ডেভেলপমেন্ট প্রোগ্রাম যা গুগল দ্বারা নির্মিত হেড-মাউন্টেড ডিসপ্লে (এইচএমডি) যা গুগল গ্লাস (Google Glass) নামে পরিচিত। ‘এক্স ল্যাব’ নামের গুগল-এর গোপন ল্যাবে একটি সর্বাধুনিক প্রযুক্তির চশমা তৈরি করা হয়েছে। গুগলের বিভিন্ন তথ্য এ ফাইটার- প্লেন স্টাইলের চশমার ডিসপ্লেতে দেখা যাবে। এ চশমায় বাটনও থাকবে। পাতলা কাঁচের তৈরি এ চশমা সাধারণ চশমার মতোই স্বচ্ছ হবে তবে যথেষ্ট স্টাইলিশ হবে বলেই জানা গেছে। এ কাঁচের সঙ্গে থাকবে কম্পিউটার ইন্টারফেস।
গুগল চশমার কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য
* গুগল গ্লাস স্মার্টফোনের মতো হ্যান্ডস-ফ্রি তথ্য ডিসপ্লে করে এবং প্রাকৃতিক ভয়েস এর সাহায্যে ইন্টারনেট এ প্রবেশ করতে পারে এবং ব্রাউজ করতে পারে। আইওয়্যার টি স্টিভ ম্যান এর আইট্যাপ এর মতই। চশমার সঙ্গে অ্যান্ডওয়েডচালিত স্মার্টফোনের সংযোগ থাকবে। চশমায় ব্যবহৃত হবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সংস্করণ।গুগল গ্লাস হতে পারে পরবর্তী প্রজন্মের ব্লু-টুথ হেডসেট। এই চশমা ব্যবহারের ফলে একসঙ্গে ঘটবে দেখা, যোগাযোগ ও নির্দেশনার কাজটিও। ২০১৪ সালে এটি বাজারে আসতে পারে। দাম পড়বে এক হাজার ৫০০ ডলার।
* চশমায় ব্যবহৃত হবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সংস্করণ।
* গুগল গ্লাসে অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ৪.০.৩ আইসক্রিম স্যান্ডউইচ। বহুমুখীতার কারণেই ই-চশমাটির জন্য... continue reading
Likes Comments
০ Shares

পথিক আমি

১০ বছর আগে লিখেছেন

আলুর জিলাপি

আলুর জিলাপি    উপকরণ -আলু (সিদ্ধ করে চটকানো )১কাপ ,গুড়া দুধ ১/২কাপ ,বেকিং পাওডার ১চা চামচ ,ঘি ২টেবিল চামচ ,ময়দা পরিমানমত ,তেল ১কাপ। সিরা তৈরী করতে -চিনি ১কাপ ,পানি ২কাপ ও এলাচ ১টি।   যেভাবে তৈরী করতে হবে -চিনি ও পানি একসাথে জ্বাল দিয়ে শিরা তৈরী করে নিন।এবার চটকে রাখা আলুর সাথে গুড়া দুধ ,বেকিং পাওডার ,ঘি ও পরিমানমত ময়দা দিয়ে মেখে জিলাপি বানানোর মন্ড তৈরী করে নিন।এবার ছোট ছোট বল বানিয়ে হাতের তালু দিয়ে চেপে চেপে বল গুলো  লম্বা করে লেচির মত বানিয়ে এক মাথা থেকে আরেক মাথা পেচিয়ে নিন।কড়াইতে তেল গরম করে একদম মৃদু আচে জিলাপি গুলা বাদামী করে ভেজে গরম সিরায় ৫মিনিট জ্বাল দিয়ে এবার নামিয়ে আরো ৩০মিনিট রেখে সিরা থেকে তুলে পরিবেশন করুন।   continue reading
Likes Comments
০ Shares

Comments (4)

  • - মুহাম্মাদ আরিফুর রহমান

    রিভিউ বেশ ভালো হয়েছে।

    আপনাকে নক্ষত্র ব্লগে স্বাগতম। আশাকরছি নিয়মিত লেখা চালিয়ে যাবেন।

    - নীল সাধু

    ধন্যবাদ চমৎকার এই রিভিউর জন্য।

    আমার কাছে খুব ভালো লেগেছে। দীর্ঘদিন পর শেরফি আল সায়ার এর লেখা পড়ে আমি মুগ্ধ। 

    কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানবেন। 

    - নীল সাধু

    *শেরিফ আল সায়ার

    Load more comments...