Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

তানভীর

৯ বছর আগে লিখেছেন

একটু ভেবে দেখবেন কি???

সুন্দরী প্রতিযোগীতায় অংশ নেয়া রমনীদের মা-বাবার কাছে আমার কয়েকটা প্রশ্ন
১) যখন আপনার মেয়েকে দেখে কেউ তালি বাজায়, অথবা শিশ দেয় তখন আপনার কি গর্বে বুক ভরে ওঠে ?
২) যখন আপনার মেয়ের পরণে থাকে টাইট ফিটিং কাপড় (যার মধ্যে দিয়ে তার শরীরের প্রতিটি অংশের আকার বোঝা যায়) আপনিও কি হাজার দর্শকের মত তা উপভোগ করেন ?
৩) যখন আপনার মেয়েকে স্মার্ট বানানোর নামে ছোট কাপড় পরানো হয়, বাংলা ইংলিশ মিশিয়ে কথা বলানো হয়, তখন আপনি কি মুচকি হাসেন ?
৪) যখন আপনার মেয়ে এসএমএস এর জন্য সবার কাছে কাকুতি- মিনতি করে তখন কি আপনার মনে হয় আপনারও সবার কাছে এসএমএস চাওয়া উচিৎ ?
৫) আপনারা নিশ্চই আপনার মেয়েকে মা ডাকেন, আপনার মা কে হাজার হাজার মানুষের মাঝে উন্মুক্ত করতে আপনাদের বিবেকে একটুও বাধে না ?
আচ্ছা ধরে নিলাম এসব কিছুই আপনাদের বিবেকে বাধে না!
ধরুন আপনার মেয়ে বড় কোন মডেল বা অভিনেত্রী হয়েই গেছে, সেটা তার মেধা বা সৌন্দর্যের জোরেই হোক বা অন্য কোন অসদুপায়ে! এবার তার ব্যাক্তি জীবন নিয়ে একটু ভাবুন তো। আপনার মেয়ে কি সুখী হতে পারবে? তার নৈতিকতা কতটুকু বজায় থাকবে?? কতটুকুই বা সুখী হবে তার দাম্পত্যজীবন??
আসুনতো এবার একটু আশেপাশে চোখ বুলিয়ে আসি!
এইসব মানুষের ব্যাক্তি জীবন যে খুব সুখকর হয় না তার প্রমান খুঁজতে খুব বেশি পরিমান বেগ পেতে হবে না! আজকালের তারকাদের কথাই চিন্তা করুন, তারা কতোটা সুখী আছে! ইদানিং সময়ে আগের তুলনায় তারকাদের ঘর বেশি পরিমাণ ভাঙ্গছে। অধিকাংশ তারকারই দাম্পত্যজীবন সুখের হয় না। এর অন্যতম কারণ হিসেবে অতি স্বাধীনচেতা মন, পরকীয়া ইত্যাদিকে দায়ী মনে করেন... continue reading
Likes Comments
০ Shares

তানভীর

১০ বছর আগে লিখেছেন

শুভ কামনা টাইগারদের জন্য

অনেক বাধা-বিপত্তি, অনেক আলোচনা-সমালোচনা , অনেক জয়-পরাজয় পেরিয়ে আজকের আমাদের এই অবস্থান। পেছনের সব কিছু ভুলে সামনের দিকে এগিয়ে যাও, দেখিয়ে দাও পৃথিবীকে আমরা আরও কি করতে পারি!!! বাঘের গর্জনে প্রকম্পিত কর পুরো পৃথিবী!!! তোমাদের শক্ত থাবায় ক্ষত-বিক্ষত কর শত্রু শিবির!!! মনে রেখ তোমরা শুধু পনেরো জন সৈনিক নও,তোমাদের সাথে আছে ষোল কোটি বাঙালি!!!!! শুধু সামনের দিকে এগিয়ে যাও......।।
                                                   শুভ কামনা তোমাদের জন্য!!!!!
continue reading
Likes Comments
০ Shares

তানভীর

১০ বছর আগে লিখেছেন

ক্রিকেট আমার অহংকার!

সাল ১৯৯৭,জয় করলাম ICC Cricket Trophy। সেই থেকে গুটি গুটি পায়ে এগিয়ে চলা আমাদের। বিশ্ব পেল নতুন এক ক্রিকেট প্রিয় জাতি! ১৯৯৮ সালে দেখা পেলাম প্রথম ODI জয়! আমাদের কাছে প্রথম ধরাশায়ী হল কেনিয়া ! জয়ের শুরুটা সেখানেই ! সন ১৯৯৯, প্রথমবারের মত World Cup এ অংশগ্রহণ করলাম এবং প্রথমবারেই বিশ্বসেরা দলের একটি পাকিস্তানকে হারিয়ে বিশ্বকে শুনিয়ে দিলাম বাঘের গর্জন! বাঘের হুংকারে কেপে উঠলো গোটা বিশ্ব ! ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর থেকে আরও দুর্বার গতিতে ছুটতে লাগলাম আমরা!!!!!
 
দেশের মাটিতে প্রথমবারের মত ODI তে জয়ের দেখা পেলাম ২০০৪ সালে ! এবারের শিকার আরেক ক্রিকেট পরাশক্তি ভারত ! বাঘের থাবায় ক্ষত বিক্ষত হল ভারত!!!! এরপর ২০০৫ এ এক তরুণ টাইগারের কাছেই অস্ট্রেলিয়া বধের মহা- কাব্যিক কাহিনী দেখল পুরো বিশ্ব!!!!! ২০০৭ সালে ভারতকে দ্বিতীয় বারের মত হারিয়ে বিশ্বকাপ ক্রিকেটে দ্বিতীয় রাউন্ডে
উঠার গৌরব অর্জন করলাম আমরা!!!! দ্বিতীয় রাউন্ডে শক্তিশালী সাউথ আফ্রিকাকে পরাজিত করে প্রমাণ করলাম ভারতকে হারানো কোন অঘটন ছিল না!!!!!!!
এরপর একে একে সব ক্রিকেট পরাশক্তিই ধরা দিলো আমাদের কাছে!!!! এর মধ্যে নিউজিল্যান্ড কে দুই দুই বার বাংলাওয়াশ, ওয়েস্টইনডীজ এর বিপক্ষে দেশে এবং দেশের বাইরে সিরিজ জয়, সবই দেখেছে ক্রিকেট বিশ্ব!!!!!
 
এতদিন বিশ্ববাসী টাইগারদের মাঠের পারফরম্যানস দেখেই শুধু বিমোহিত ছিল, এবার আয়োজক হিসেবেও আমরা কতটা পারদর্শী তা দেখিয়ে দিলাম বিশ্বকে!!!!! ভারত এবং শ্রীলঙ্কা এর সাথে যৌথভাবে আয়োজন করলাম World Cup 2011! যার সফল উদ্বোধন অনুষ্ঠান করলাম আমরাই!!!! সফল একটি বিশ্বকাপ আয়োজন করে গোটা পৃথিবীর প্রশংসায় প্রশংসিত হলাম!!!!
 
২০১২ সালে এশিয়া কাপে ভারত এবং শ্রীলঙ্কার মত ক্রিকেট পরাশক্তিকে হারিয়ে প্রথমবারের মত ফাইনাল... continue reading
Likes Comments
০ Shares

তানভীর

১০ বছর আগে লিখেছেন

সাল ১৯৯৭, জয় করলাম ICC Cricket Trophy। সেই থেকে গুটি গুটি পায়ে এগিয়ে চলা আমাদের। বিশ্ব পেল নতুন এক ক্রিকেট প্রিয় জাতি! ১৯৯৮ সালে দেখা পেলাম প্রথম ODI জয়! আমাদের কাছে প্রথম ধরাশায়ী হল কেনিয়া ! জয়ের শুরুটা সেখানেই ! সন ১৯৯৯, প্রথমবারের মত World Cup এ অংশগ্রহণ করলাম এবং প্রথমবারেই বিশ্বসেরা দলের একটি পাকিস্তানকে হারিয়ে বিশ্বকে শুনিয়ে দিলাম বাঘের গর্জন! বাঘের হুংকারে কেপে উঠলো গোটা বিশ্ব ! ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর থেকে আরও দুর্বার গতিতে ছুটতে লাগলাম আমরা!!!!! দেশের মাটিতে প্রথমবারের মত ODI তে জয়ের দেখা পেলাম ২০০৪ সালে ! এবারের শিকার আরেক ক্রিকেট পরাশক্তি ভারত ! বাঘের থাবায় ক্ষত বিক্ষত হল ভারত!!!! এরপর ২০০৫ এ এক তরুণ টাইগারের কাছেই অস্ট্রেলিয়া বধের মহা- কাব্যিক কাহিনী দেখল পুরো বিশ্ব!!!!! ২০০৭ সালে ভারতকে দ্বিতীয় বারের মত হারিয়ে বিশ্বকাপ ক্রিকেটে দ্বিতীয় রাউন্ডে উঠার গৌরব অর্জন করলাম আমরা!!!! দ্বিতীয় রাউন্ডে শক্তিশালী সাউথ আফ্রিকাকে পরাজিত করে প্রমাণ করলাম ভারতকে হারানো কোন অঘটন ছিল না!!!!!!! এরপর একে একে সব ক্রিকেট পরাশক্তিই ধরা দিলো আমাদের কাছে!!!! এর মধ্যে নিউজিল্যান্ড কে দুই দুই বার বাংলাওয়াশ, ওয়েস্টইনডীজ এর বিপক্ষে দেশে এবং দেশের বাইরে সিরিজ জয়, সবই দেখেছে ক্রিকেট বিশ্ব!!!!! এতদিন বিশ্ববাসী টাইগারদের মাঠের পারফরম্যানস দেখেই শুধু বিমোহিত ছিল, এবার আয়োজক হিসেবেও আমরা কতটা পারদর্শী তা দেখিয়ে দিলাম বিশ্বকে!!!!! ভারত এবং শ্রীলঙ্কা এর সাথে যৌথভাবে আয়োজন করলাম World Cup 2011! যার সফল উদ্বোধন অনুষ্ঠান করলাম আমরাই!!!! সফল একটি বিশ্বকাপ আয়োজন করে গোটা পৃথিবীর প্রশংসায় প্রশংসিত হলাম!!!! ২০১২ সালে এশিয়া কাপে ভারত এবং শ্রীলঙ্কার মত ক্রিকেট পরাশক্তিকে হারিয়ে প্রথমবারের মত ফাইনাল খেলার গৌরব অর্জন করলাম। কিন্তু ফাইনালে পাকিস্তানের কাছে ২ রানের পরাজয়ের শোক আজও তাড়িয়ে বেড়ায় আমাদের! সেদিনই হয়তো গোটা বিশ্ব জেনেছে কতটা ভালবাসি আমরা ক্রিকেটকে!!!!!! সাল ২০১৪, আয়োজন করতে যাচ্ছি ICC World T-20 Championship!!!!!!! এবার আর যৌথভাবে নয় আমরা একাই!!!! অনেক বাধা-বিপত্তি, অনেক আলোচনা-সমালোচনা , অনেক জয়-পরাজয় পেরিয়ে আজকের আমাদের এই অবস্থান। পেছনের সব কিছু ভুলে সামনের দিকে এগিয়ে যাও, দেখিয়ে দাও পৃথিবীকে আমরা আরও কি করতে পারি!!! বাঘের গর্জনে প্রকম্পিত কর পুরো পৃথিবী!!! তোমাদের শক্ত থাবায় ক্ষত-বিক্ষত কর শত্রু শিবির!!! মনে রেখ তোমরা শুধু পনেরো জন সৈনিক নও,তোমাদের সাথে আছে ষোল কোটি বাঙালি!!!!! শুধু সামনের দিকে এগিয়ে যাও......।। শুভ কামনা টাইগারদের জন্য!!!!! সাবাশ বাংলাদেশ!!!! (তানভীর)

Likes Comments

তানভীর

১০ বছর আগে লিখেছেন

সাল ১৯৯৭, জয় করলাম ICC Cricket Trophy। সেই থেকে গুটি গুটি পায়ে এগিয়ে চলা আমাদের। বিশ্ব পেল নতুন এক ক্রিকেট প্রিয় জাতি! ১৯৯৮ সালে দেখা পেলাম প্রথম ODI জয়! আমাদের কাছে প্রথম ধরাশায়ী হল কেনিয়া ! জয়ের শুরুটা সেখানেই ! সন ১৯৯৯, প্রথমবারের মত World Cup এ অংশগ্রহণ করলাম এবং প্রথমবারেই বিশ্বসেরা দলের একটি পাকিস্তানকে হারিয়ে বিশ্বকে শুনিয়ে দিলাম বাঘের গর্জন! বাঘের হুংকারে কেপে উঠলো গোটা বিশ্ব ! ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর থেকে আরও দুর্বার গতিতে ছুটতে লাগলাম আমরা!!!!! দেশের মাটিতে প্রথমবারের মত ODI তে জয়ের দেখা পেলাম ২০০৪ সালে ! এবারের শিকার আরেক ক্রিকেট পরাশক্তি ভারত ! বাঘের থাবায় ক্ষত বিক্ষত হল ভারত!!!! এরপর ২০০৫ এ এক তরুণ টাইগারের কাছেই অস্ট্রেলিয়া বধের মহা- কাব্যিক কাহিনী দেখল পুরো বিশ্ব!!!!! ২০০৭ সালে ভারতকে দ্বিতীয় বারের মত হারিয়ে বিশ্বকাপ ক্রিকেটে দ্বিতীয় রাউন্ডে উঠার গৌরব অর্জন করলাম আমরা!!!! দ্বিতীয় রাউন্ডে শক্তিশালী সাউথ আফ্রিকাকে পরাজিত করে প্রমাণ করলাম ভারতকে হারানো কোন অঘটন ছিল না!!!!!!! এরপর একে একে সব ক্রিকেট পরাশক্তিই ধরা দিলো আমাদের কাছে!!!! এর মধ্যে নিউজিল্যান্ড কে দুই দুই বার বাংলাওয়াশ, ওয়েস্টইনডীজ এর বিপক্ষে দেশে এবং দেশের বাইরে সিরিজ জয়, সবই দেখেছে ক্রিকেট বিশ্ব!!!!! এতদিন বিশ্ববাসী টাইগারদের মাঠের পারফরম্যানস দেখেই শুধু বিমোহিত ছিল, এবার আয়োজক হিসেবেও আমরা কতটা পারদর্শী তা দেখিয়ে দিলাম বিশ্বকে!!!!! ভারত এবং শ্রীলঙ্কা এর সাথে যৌথভাবে আয়োজন করলাম World Cup 2011! যার সফল উদ্বোধন অনুষ্ঠান করলাম আমরাই!!!! সফল একটি বিশ্বকাপ আয়োজন করে গোটা পৃথিবীর প্রশংসায় প্রশংসিত হলাম!!!! ২০১২ সালে এশিয়া কাপে ভারত এবং শ্রীলঙ্কার মত ক্রিকেট পরাশক্তিকে হারিয়ে প্রথমবারের মত ফাইনাল খেলার গৌরব অর্জন করলাম। কিন্তু ফাইনালে পাকিস্তানের কাছে ২ রানের পরাজয়ের শোক আজও তাড়িয়ে বেড়ায় আমাদের! সেদিনই হয়তো গোটা বিশ্ব জেনেছে কতটা ভালবাসি আমরা ক্রিকেটকে!!!!!! সাল ২০১৪, আয়োজন করতে যাচ্ছি ICC World T-20 Championship!!!!!!! এবার আর যৌথভাবে নয় আমরা একাই!!!! অনেক বাধা-বিপত্তি, অনেক আলোচনা-সমালোচনা , অনেক জয়-পরাজয় পেরিয়ে আজকের আমাদের এই অবস্থান। পেছনের সব কিছু ভুলে সামনের দিকে এগিয়ে যাও, দেখিয়ে দাও পৃথিবীকে আমরা আরও কি করতে পারি!!! বাঘের গর্জনে প্রকম্পিত কর পুরো পৃথিবী!!! তোমাদের শক্ত থাবায় ক্ষত-বিক্ষত কর শত্রু শিবির!!! মনে রেখ তোমরা শুধু পনেরো জন সৈনিক নও,তোমাদের সাথে আছে ষোল কোটি বাঙালি!!!!! শুধু সামনের দিকে এগিয়ে যাও......।। শুভ কামনা টাইগারদের জন্য!!!!! সাবাশ বাংলাদেশ!!!! (তানভীর)

Likes Comments