Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

মোঃসরোয়ার জাহান

১০ বছর আগে লিখেছেন

‘তুমি যদি বলো’

থেমে
যায় ঘড়ির সময়
পড়ে থাকে ঘুমহীন জাগরণ
শুধু স্মৃতিতে বিবর্ণ তোমার কপালের টিপ!

তুমি
বুকের মধ্যে রক্তের
প্রপাত নিয়ে অনড় বসে আছো
অথচো মুখের আদল ভুলে গেছি কবেই!

কথা
দাও বর্তমান যুদ্ধের
শেষে আমাকে ভালোবাসা দেবে
মনে নেই কতো কতো দিন জলস্পর্শহীন!

এখনও
ভুলিনি চুমুর স্মৃতিটাই
ভুলিনি সেই যুদ্ধের সাইরেন
ছিন্নভিন্ন ছারখার শান্তির দলিলের ওড়া-ওড়ি!

আমার
বিস্তৃত হাত দেখ
পৌছে যাচ্ছে সমাজের সর্বস্তরে
গুলির মতো ছুটছি গনতন্ত্র মন্ত্রমুখে রাজপথে!

প্রতিরাতে
প্রতীক্ষায় থাকি কবে
জন্ম নেবে দিন, ক্রান্তিকালে ;
আমি উঠে দাঁড়াই অধিক জরুরি ভাবে!

শুধু
তুমি যদি বলো
স্বর্গ থেকে চাঁদও ছিনিয়ে আনবো
তুলতে আনবো সমুদ্রের তলদেশ থেকে গনতন্ত্র !

======================

Likes Comments
০ Share

Comments (8)

  • - গৌতমমূসা মোহাম্মদ কৃষ্ণঈসা

    খালিদ ভাই, আপনার প্রোফাইলের ছবিটা কতদিনের?

    • - মোঃ খালিদ উমর

      আপনার কৌতুহলের জন্য ধন্যবাদ।

      এটা ১৯৭৮ সালের ছবি @ রাস্তানুরাহ পোর্ট, সউদি আরব।

    - শহীদুল ইসলাম প্রামানিক

    বুঝলাম আপনি সমুদ্র জাহাজের লোক। আপনাকে ধন্যবাদ, আপনি ভাগ্যবান। অনেক দেশ ঘুইরা বেরাইছেন।

    • - মোঃ খালিদ উমর

      ধন্যবাদ শহীদ ভাই।

    - চারু মান্নান

    • - মোঃ খালিদ উমর

    Load more comments...