Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

মোঃসরোয়ার জাহান

৭ বছর আগে লিখেছেন

বঙ্গবন্ধু, 'তোমার হাসু এখন পুরোটাই বাংলাদেশ !'Bangabandhu, 'Your whole Bangladesh Is Your Hasu now!'

বঙ্গবন্ধু, 
তোমার প্রাণপ্রিয় রেণুর
শেষ মুখটা কি খুব মনে পড়ে এখনো?
তোমার রাসেলের দুস্টমিমাখা আদর
শেখ জামাল ,কামাল, ওদের শেষ মুখটা কি 
খুব মনে পড়ে বন্ধু?
এখনো কি 
তোমার কালো ফ্রেমের চশমা
শাড়ির আঁচল দিয়ে গভীর মমতায় 
মুছে দেয় তোমার প্রিয়তমা রেণু?
তোমার মনে পড়ে হাসুর কথা? সে এখন,
বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান সভানেত্রী,
বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী।
তোমার অসমাপ্ত 
সোনার বাংলা গড়ছে
দিন রাত তার সবটুকু দিয়ে, 
তুমি নিশ্চয় ভীষণ খুশিতে
দু’চোখ দিয়ে আনন্দ অশ্রু ঝরাও সবার আড়ালে?
তোমার হাসু তোমার রেহেনা এখন 
আমাদের মমতাময়ী মা,
খুব যত্নে বুকে আগলে রেখেছে বাংলাদেশের মানুষকে!
তোমার হাসু এখন বাংলাদেশের  প্রধানমন্ত্রী শুধু নয়
তোমার হাসু এখন,ষোল কোটি বাঙালীর! .
আত্মার আত্মা দেশরত্ন শেখ হাসিনা।
সারা পৃথিবীর 
প্রথম কাতারে দাঁড়ানো নেতা,
তোমার হাসু এখন পুরোটাই বাংলাদেশ ! জয় বাংলা,জয় বঙ্গবন্ধু!!
==========================================
১০-০১-১৭ইং
মোঃ সরোয়ার জাহান,
Md Sarowar Zahan,
কল্যাণপুর,ঢাকা,
বাংলাদেশ।

Bangabandhu, 'Your whole Bangladesh Is  Your Hasu Now!'
By-Md Sarowar Zahan
----------------------------------------
Bangabandhu,
Your beloved wife ‘Renu’
What's the last face-to-remember yet,
You cuddle ‘Rasel’ agile?
Sheikh Jamal, Kamal, the last face they do
Remember your friend too?
Still
Your black-frame glasses
With deep compassion sari-acala by your beloved ‘Renu’
Your beloved Renu delete your sweetheart?
Your ‘Hasu’ do you remember that? Now She Is
The current President Of Bangladesh Awami League,
The Current Prime Minister Of Bangladesh
Your unfinished
Gold Bengali building
With her all day and night,
You surely have built voluntarily
All eyes flick arale with tears of joy?
Your hasu your Rehana now
Our good mothers,
The road is on the care of people!
Now the Prime Minister is not just your hasu,
Your hasu now,Sixteen million Bengalis!
Desaratna spirit, the spirit of the Prime Minister.
Around The World
The first row of the stand,
Your whole Bangladesh Is  Your Hasu Now!
Joy Bangla Joy Bangobondhu!!
=============================
10-01-2017
Md Sarowar Zahan
Kalyanpur, Dhaka, Bangladesh.
continue reading
Likes Comments
০ Shares

মোঃসরোয়ার জাহান

৭ বছর আগে লিখেছেন

“কঠিন আঁচড়”

নিঃশব্দে দেখেছি পরিবর্তি মুখে প্রেমিকার দীপ্ত মুখ
তোমার নিপুণ নিরিখে বুকে বিনষ্ট অনিদ্র ভায়োলিন
দীর্ঘ দূপুর ভরে অপেক্ষমাণ হারানো মেঘের খোঁজে
সন্ধ্যার চকিত উদ্ভাসে লালাভ স্পন্দনে বাসন্তী আকাশ!
 
নক্ষত্র ফোঁটায়-ফোঁটায় প্রাণবীজ কঠিন ম্লান হাস্যে
দুঃখ শ্লোক গাইবো না আমি কেবল জানিয়েছি
হৃদয় হয়নি তবু কি সর্বনাশ
রক্তের খেদ রয় কি ধূলায় ঢাকা হৃদয়পুরে জটিলতায়
সুদীর্ঘ বাতাস মাথা নাড়ে জ্বলজ্বল করে অশ্রু-ঝলোমলো!
 
বহুদূর নীল সমুদ্রের আকাশে প্রাণ হবে উজ্জ্বল তিমিরে
ঝড়েও কাতর নয়,বৃষ্টিতে বসন্তের আলো লেগে
স্বপ্নের ভিতরে নেশার শস্য প্রাণবান সুদীর্ঘ বাতাসে
আকাঙ্ক্ষার কঠিন আঁচড়ে ঐন্দ্রজালিক লাটাই নীলাভ আকাশে ! ===========================================
২২-১১-১৬ইং কল্যাণপুর,ঢাকা, বাংলাদেশ
continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - কাঠ পুতুল

    অনেক ভালো লাগলো.....

    - এই মেঘ এই রোদ্দুর

    ভোট দিলাম

মোঃসরোয়ার জাহান

৭ বছর আগে লিখেছেন

“শূন্য প্লাটফর্ম” মোঃসরোয়ার জাহান

দিগন্ত ময় শূন্য প্লাটফর্ম
ক’ফোঁটা হাহাকার মৃন্ময়ী যৌবনে
এই ভাবে সুদূর অজ্ঞাতবাসে
ক্লান্ত হতে হতে
ও আমার নিরুদ্দেশ,স্পর্শ কি পাও এখনো?
চলমান মেঘের ভিতরে কখনো কখনো
জীবনের সুতোয় স্বপ্ন গাঁথতে 
তোমার সীমাহীন উপেক্ষাতে!
আজো সেই মুহূর্তের প্রেম
একা একা হাঁটা এতোটা পথ
নেই অনুযোগ, নেই অভিযোগ, নেই দাবী;
দেখো দেখো……
ভালোবাসা ফিরে যাচ্ছে বিষাদ ক্লান্ত নগ্ন পায়ে একা !
===============================
১৬-১১-১৬
কল্যাণপুর,ঢাকা continue reading
Likes Comments
০ Shares

মোঃসরোয়ার জাহান

৭ বছর আগে লিখেছেন

“আকাশ-রঙ” মোঃসরোয়ার জাহান

ব্যগ্র যখন সব কিছু হারিয়ে যেতে 
তেমন কিছু বিপর্যয় নয় এ জীবনে!
কি কর্মে কি কান্নায়
আমরা একাত্ন ছিলাম
বোধে ও স্ফূর্তিতে যুগলবন্দীর মতো 
সমৃদ্ধ স্মৃতিতে 
তার গাঢ় রূপ
অনাবৃত স্তন
জেগে উঠছে নারী আকাশ-রঙ জলের ভেতর থেকে
ভাবনারা সত্যি কড়া নাড়ছে অবাক বিস্ময়ে নদীর সরু বুক বেয়ে !
============================================
continue reading
Likes Comments
০ Shares

মোঃসরোয়ার জাহান

৮ বছর আগে লিখেছেন

"আমার আমি...." BY-Kobi Md.Sarowar Zahan (বাংলায় -কবি মোঃ সরোয়ার জাহান)

বৃষ্টি তুই আসিস....!
ভেবে চিন্তে যখন তখন
আমি তোকে  ছুঁতে ছুঁতেই
পৌছে যাবো দেখিস 
অসীমে যে সমুদ্রের বসত
এবার ঠিক ঠাক বাঁধবো ঘর
আমিও পৌছে যাব লক্ষ-হৃদয়ের
গভীর ভালোবাসায় সিক্ত হতে হতে....
তুমি দেখে নিও আমার নিঃশ্বাস আমার আমিকে!
======================
"I am ...." BY-Kobi Md.Sarowar Zahan
You thought the rain ....
When thinking judiciously
I could not touch chumtei
I will convey lips.....!
Infinity of the ocean that would
The house measured bamdhabo
I'll come to the heart of millions
Deep love to be wet ....
You'll see my amike my breath!
===============================
10-08-15
48 / 3.Road # 05, kallyanpur, Dhaka-1207. continue reading
Likes Comments
০ Shares
Load more writings...