Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

সানাউল্লাহ কাউসার পলিন

১০ বছর আগে লিখেছেন

একজন মায়াবতী-

 


ভালোই হলো
কৃপণ সন্ধ্যের কাছ থেকে
আর ধার নিতে হলো না জোনাকি'র শলতে
ধূমায়িত বাতাসের আপন আক্ষেপ কে কাছে পেয়ে
মুছে ফেলা গেলো কিছু বখাটে সংশয়
তোমার স্নানের জামা প্রতিদিন যে
রোদকে নাচায়, বাতাসকে উস্কে দিয়ে
তার দায়ভারও আর আমার থাকলো না,
"তুমি অবুঝ" বললেই স্বপ্নের ধারাপাতে
সুখী হবে না কোন প্রবাসী আশ্বাস
দৈনিক প্রহসনে থামবে না সেই
বুনো হাঙরের জীবিকা সন্তরন,

একজন মায়াবতী বেহিসেবি হলে
নির্বাচিত কিছু উপেক্ষার প্রেম বাড়ে
মাত্র মানুষেরা ভুলে যায় বিভ্রান্তির সেই শৈল্পিক পূজন...

আর তাই, আমি থেকে যাই সদ্য অনাহারী হয়ে। continue reading
Likes ১০ Comments
০ Shares

Comments (10)

  • - শহীদুল ইসলাম প্রামানিক

    ভাষার গাথুনি সুন্দর। ধন্যবাদ

    • - সুমন আহমেদ

      ধন্যবাদ জানুন। নূতন বছরের শুভেচ্ছা।

    - লুৎফুর রহমান পাশা

    শব্দ চয়ন সুন্দর।

    লেখাটাকে কবিতার ফরমেটে সাজিয়ে নিন ভালো লাগবে

    • - সুমন আহমেদ

      ধন্যবাদ পাশা ভাই পরামর্শের জন্য। নূতন বছরের শুভেচ্ছা..

    - ইকবাল মাহমুদ ইকু

    সুন্দর লাগলো ... শুভেচ্ছা রইলো 

    • - সুমন আহমেদ

      ধন্যবাদ। নূতন বছরের শুভকামনা।

    Load more comments...

সানাউল্লাহ কাউসার পলিন

১০ বছর আগে লিখেছেন

শুভ নববর্ষ, আমি পলিন, আজই এলাম "নক্ষত্র" এ, আমার কবিতার খাতা নিয়ে , থাকবো তোমাদের সাথে... কথা হবে... লেখা হবে... কাব্য হবে...

Likes Comments

সানাউল্লাহ কাউসার পলিন

১০ বছর আগে লিখেছেন

দিদি মনি

অভিমানী পড়শি আমার খুব
জোছনার বিষ এনে দিলো কালো পাতে
গুছিয়ে রাখা রাতের ভাঁজ খুলে টের পাই
রাত কেউ পড়েছিলো চুপিসারে

নিপাট চিত্রার "সু" মেখে যদি
আমিও সাজাতে পারি প্রবৃদ্ধ মঞ্চ
শ্যাওলার ভাবিনী দাস্য হতে
আসবে না তুমি ? বলো ?

গৈরিক বসনের পাতানো আরশিতে
নেমে এলো চর্চার রূপিণী
"যিনি কবি ...তার হাত ধরো"
বানভাসি, বনবাসী,
"হাতে কষ্ট হচ্ছে তো !"

আঙুলের মুদ্রণে গাঁথা,
"তোমার ভেতর কোথায় একটা ফাঁকা জায়গা আছে...
তাই তুমি ছুটে চলো...একটা জায়গা খোঁজ তুমি... কেন ??"

বিপ্রতীপের উঠোনে বন্দ্য সে সহজাত
রেখে দেবে সুশীতল নিরিবিলি ঢঙে।
continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - শহীদুল ইসলাম প্রামানিক

    বিষয়টি জানানোর জন্য ধন্যবাদ

    - তাহমিদুর রহমান

    বাহ দারুণ তো

    - লুৎফুর রহমান পাশা

    Load more comments...