Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

রাজু আহমেদ

১০ বছর আগে লিখেছেন

একটা স্বপ্ন দেখি : সবাই মানুষ হই, দেশ গড়ি

 

    পৃথিবীর বিশাল আকৃতির মানচিত্রে বাংলাদেশের অবস্থান শনাক্ত করতে চোখ ঘোলাটে হয়ে যায় । বৃদ্ধাঙ্গুলের মাথা রাখার মত মাত্র ছোট্ট একটু জায়গা । অথচ আশ্চার্যের বিষয়, দেখতে ছোট হলেও এই স্থান টুকুর আয়তন ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার । আরও আশ্চার্যের বিষয় ৫৬ হাজার বর্গমাইল ব্যাসার্ধ্যের বাংলাদেশে ১৬ কোটির অধিক মানুষ বসবাস করে । বাংলাদেশের ভিতরে যারা প্রবেশ করে নি সেই সকল মানুষগুলোর সামনে যদি আমাদের জন্মভূমির এই পরিসংখ্যান উপস্থাপন করা হয়, তবে তারা হয়ত ভাববে এত ছোট যায়গায় এতসংখ্যক মানুষ কিভাবে বাস করে ? তাদের মনে দু’টি প্রশ্ন সবার আগে জাগবে । ১.বাংলাদেশে হয় মানুষের মাথার উপর মানুষ বাস করে অথবা ২. বাংলাদেশে বিশাল উচ্চতার বিল্ডিংয়ে ভরপূর । সত্য কথা বলতে এরকম কিছু বাংলাদেশে নাই বা শীঘ্র হবেও না ।

 

 

     বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পরবর্তী সময়ে বাংলাদেশের স্বাধীনতার স্থাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিনে, আমি শুধু মাত্র একটি স্বাধীন দেশ পাইনি সাথে ৭ কোটি মানুষও পেয়েছি । ৭ কোটি মানুষের চোদ্দকোটি হাত যদি একত্রিত হয়ে দেশের পক্ষে কাজ করে তবে দেশকে সোনারদেশে পরিনত করতে খুব বেশি সময় লাগবে না । বঙ্গবন্ধু তার জীবদ্দশায় সে স্বপ্ন বাস্তবায়ন করতে পারেন নি বা আমরা বাস্তবায়ণ করতে দেইনি । কেন বা কোন স্বার্থে দেশকে সোনার দেশে হতে দেই নি সেটা আমরাও জানি কিনা সন্দেহ ? তবে একটা কথা খুব ভাল ভাবে জানি, সেটা হলো আমরা আমাদের স্বার্থ বলতে অজ্ঞান । নিজের বা নিজেদের স্বার্থের উপরে আমাদের জাতীয় বা দেশের স্বার্থকে স্থান দেইনি । রাজনৈতিক হানাহানি, মানবসৃষ্ট দূর্যোগ আমাদের অগ্রযাত্রাকে প্রতিনিয়ত ব্যাহত করছে । তবুও বাঙালি দমার পাত্র নয় । তারা বারবার চেষ্টা করেছে আবার নতুন করে শুরু করার । হয়ত সেটা সম্ভবও হত কিন্তু মহামারী আকারে যে ব্যাধিটি আমাদের দেশে আমাদের মধ্যে সর্বদা বিরাজ করে চলেছে সেটা হল রাজনৈতিক অস্থিরতা । ক্ষমতার মোহ আমাদেরকে এমনভাবে ঘিরে রেখেছে যার খোলস থেকে মুক্তি চেয়েও মুক্তি লাভ করতে পারছি না । নিকট ভবিষ্যতে পারব বলেও মনে হয় না ।

 

 

 

    গল্পে শুনেছিলাম, বাংলাদেশের কোন এক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক তার ছাত্রদেরকে মহৎ কাজে উৎসাহিত করার জন্য বিভিন্ন দেশের উদাহরণ টেনে প্রেরণা দিচ্ছিলেন । শিক্ষক মহোদয় এক পর‌্যায়ে বললেন, তোমরা জান ? আমেরিকার একটি ছেলে মাত্র আঠারো বছরে নিজের পায়ে দাঁড়াতে পারে । ক্লাসের পিছনের সারির বেঞ্চ থেকে একটি ছাএ দাঁড়িয়ে বলল, এটা আর এমন কি ? স্যার আমার বয়স ১২ বছর । আমার কথা না হয় বাদ দিলাম কিন্তু আমার দুই বছরের ভাইটিও তো কারো সাহায্য ছাড়া শুধু দাঁড়াতে নয় হাটতেও পারে । ছাত্রের এরকম কথা শুনে শিক্ষকের আঙ্কেল গুড়ুম হওয়া ছাড়া আর কিইবা করার থাকে । শিক্ষক কি বোঝাতে চান আর ছাত্র কি বোঝে ? গ্রামবাংলায় একটি কথা খুব প্রচলিত আছে, ‘আমি কই কি আর আমার সারিন্দায় বাজায় কি” ?

 

 

 

   জাতি হিসেবে বাঙালীর গর্ব করার অনেক উপলক্ষ্য এসেছে । কিন্তু স্বাধীনতা পরবর্তী দীর্ঘ তেতাল্লিশ বছরের ইতিহাসে যতখানি অর্জন করার কথা ছিল তার ধারে কাছেও কি আমরা পৌছতে পেরেছি ? বাংলাদেশে অত্যন্ত ঘণবসতিপূর্ণ দেশ এ বিষয় কারো সন্দেহ থাকার কথা নয় । তবে বিশ্বের আরও এমন অনেক দেশ আছে যেসকল দেশে বাংলাদেশের তুলনায় কয়েকগুন বেশি ঘণবসতি । অথচ তারা আমাদের মত পিছিয়ে নাই বরং তারা তাদের অধিক জনবসতিকে জনশক্তিতে রুপান্তর করেছে যার কারনে সেকল দেশে অর্থনৈতিক বিপ্লবের মাধ্যমে বিশ্বের দরবারে স্বতন্ত্র পরিচয় পেয়েছে । যে রকম পরিনতি তাদের হয়েছে সেই পরিনতি আমাদের হতে পারত । দূর্ভাগ্য হলেও সত্য যে আমরাই আমাদের উন্নতির অন্তরায় সেজে বসে আছি ! বাঙালী হুকুমে দেয়ায় সিদ্ধহস্ত । সে নিজে কিছু করবে না । তার সকল কাজ অন্যের মাধ্যমে করানোর চেষ্টা করবে । যেন লাট সাহেবের সন্তান ! লাট সাহেব সাজতে গিয়ে একেকজন চরম পরিনতি দেখেও আমাদের মধ্যে সচেতন সত্ত্বা জাগ্রত হয় না । আমাদের অবস্থা দেখে মনে হয়, সচেতনতাও যেন আমাদের কাছে জাগ্রত হতে লজ্জা পায় । আমরা যেন সত্যিকারের অথর্বতে পরিনত হয়েছি ।

 

 

 

   এখনও বোধ সুসময় ফিরে পাওয়ার সময় আছে । প্রতিটা বাঙালিকে স্বতন্ত্র পাঞ্জেরী সেজে আবারও জাগতে হবে । চিৎকার করে বিশ্ববাসীকে জানিয়ে দিতে হবে, আমরাও আসছি । প্রতিটি বাঙালী যেন সেই স্বপ্ন দেখে । স্পপ্নকে বাস্তবায়ণ করার চেষ্টা করি । আসুন সবাই মিলে আবারও ভেঙ্গে যাওয়া স্বপ্নকে জোড়া লাগাই । সবাই মানুষ হই এবং দেশ গড়ি ।

 

 

 

লেখক : রাজু আহমেদ । সমাজসেবী ও গবেষক।

 

raju69mathbaria@gmail.com  

 

 

 

Likes Comments
০ Share